West Bengal Scheme 2025: রাজ্যে শুরু হলে নতুন প্রকল্প! প্রতিমাসে ৫০০০ টাকা করে পেতে পারেন এই প্রকল্পে।

By parthab670@gmail.com

Updated On:

Follow Us
West Bengal Scheme 2025

West Bengal Scheme 2025: সরকারি প্রকল্পের নাম দিয়েছেন সমুদ্র সাথি। এই প্রকল্পটি বিশেষত ঘোষণা করেছেন আমাদেরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই এই প্রকল্প সমুদ্র সাথি। তাদের জন্য শুরু হচ্ছে এই প্রকল্প বিস্তারিত জানতে প্রতিবেদনটির সম্পূর্ণ পড়ুন।

রাজ্য সরকারের নতুন প্রকল্প

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রকল্পটি শুরু করছেন। মহিলাদের জন্য যেমন লক্ষীর ভান্ডার প্রকল্প আছে তেমনি এই প্রকল্পতি পুরুষ দের জন্য করা হয়েছে প্রতি মাসে দেওয়া হবে ৫০০০ টাকা।

Read More: আলিপুরদুয়ারে জেলার দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে গ্রুপ- সি তে। মাসিক বেতন ৩৭,০০০/- টাকা। জানুন বিস্তারিত।

এই প্রকল্পটি মৎস্যজীবীদের জন্য

বিশেষত এটি মৎস জীবি দের জন্য করা হয়েছে কারণ মৎস জীবি দের বর্ষা কালে প্রধানত সমুদ্রে যেতে বারণ করা হয় তাই তখন তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে না তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে সরকার (West Bengal Scheme 2025) এই প্রকল্প শুরু করেছেন।

এই প্রকল্পে আবেদন যোগ্যতা

এখানে শুধু মাত্র মৎস জীবিরায় আবেদন জানাতে পারবে আর এই ভাতা টি শুধু ২ মাস বর্ষা কালেই দেওয়া হবে। এতে পশ্চিমবঙ্গ সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এতে অনেকটা উপকৃত হয়ে ধন্যবাদ জানিয়েছেন মৎস জীবিরা।

How To Apply West Bengal Scheme 2025

আপনাকে এখানে আবেদন জানাতে গেলে এরপরের দুয়ারে সরকারে আবেদন জানাতে হবে এবং এর থেকে বিস্তারিত জানতে আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করুন। এই প্রকল্পে অনেক মানুষ উপকৃত হয়েছে তাই সরকার আবারো এই প্রকল্প শুরু করেছেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official LinkDownload PDF
Official WebsiteClick Hear

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment