Weather Update: আজ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না হলেও ঝড় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত গোটা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে কি পয়লা বৈশাখেও হবে বৃষ্টি? কি বলছেন আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
দক্ষিণবঙ্গে রয়েছে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বাংলাদেশ ও বিহারে রয়েছে উচ্চচাপ বলায়। এর কারণেই বঙ্গোপসাগর থেকে অত্যাধিক পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। যার ফলে গোটা রাজ্য থেকেই দেখা দিচ্ছে বৃষ্টির সম্ভাবনা।
তবে আজ অর্থাৎ মঙ্গলবার পরিমাণের তুলনায় বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার অর্থাৎ নববর্ষের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি জেলাগুলিতে। আজ বৃষ্টি কম হলেও আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বর্ষণের পরিমান। বৃষ্টির সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়।
Weather Update
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় দেখা দিয়েছে কালবৈশাখী। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর থেকে জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কিছু জেলায় আবার দেখা দেবে এই কালবৈশাখী। এবং বৃষ্টির সঙ্গে দেখা দিতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।
Read More: সরকারি স্কুলগুলিতে কবে শেষ হবে গরমের ছুটি! জানুন কি বলছেন শিক্ষা দপ্তর।
শুধু দক্ষিণ শুধু দক্ষিণ শুধু দক্ষিণ বঙ্গ নায় উত্তরবঙ্গেও কিছু কিছু জেলায় চলিত সপ্তাহে দেখা দিতে পারে ঝড়-বৃষ্টি। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকেও বেশি হবে ঝড়। উত্তরবঙ্গে আজ সেভাবে বৃষ্টির খবর না থাকলেও চলিত সপ্তাহের মধ্যেই হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে আগামী বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া।
Weather Update
আবহাওয়ার সূত্রের খবর থেকে জানা যাচ্ছে (Weather Update) যে আবারো সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ আবহাওয়া ঠান্ডা না হলে নিম্নচাপ থেকে সৃষ্টি হতে পারে ঝড়। ইতিমধ্যেই একটি নতুন সাইক্লোন সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে জামর নাই উড়িষ্যার দিকে। এবার বঙ্গোপসাগর থেকে যে ঝড়ের সৃষ্টি হবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সেই ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার । এবং তার অভিমুখ দাঁড়াবে কলকাতা সহ বাংলাদেশের দিকে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর থেকে মাত্র এইটুকুই জানা গেছে এর বিষয়ে বিস্তারিত পরবর্তী আবহাওয়ার প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন।