Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Weather Update: পূর্বাভাস আছে কিন্তু বৃষ্টির দেখা নেই! বৃষ্টির ঘাটতি প্রায় ৪৪ শতাংশ।

By Rahul Roy

Published On:

Follow Us
Weather Update

Weather Update: পূর্বাভাস আছে কিন্তু বৃষ্টির দেখা নেই! বৃষ্টির ঘাটতি প্রায় ৪৪ শতাংশ।গত একমাসে বৃষ্টিতে ৪৪ শতাংশ ঘাটতি পড়ছে। জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবছর বা বর্তমান সময়ে যতটা বৃষ্টি হওয়ার দরকার বা প্রয়োজন ততটা হচ্ছে না, পূর্বাভাস থাকলেও বৃষ্টি হচ্ছে না। শুধু এই জেলায় নাই কোন কোন জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে ১০০%। যতটা বৃষ্টি হওয়ার দরকার এই মাসে তার একটুও হয়নি। তবে আগামী মাসে কালবৈশাখের সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Weather Update

আগামীর সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছে যে বৃষ্টির সাথে দমকা হাওয়া থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। একই প্রভাব আর দেখা যাচ্ছে হাওড়া সহ উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা জেলা গুলিতে।

এর পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী রবিবার বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার অঞ্চল গুলিতে। এবং এবং সোমবার থেকে বৃষ্টি হতে পারে মালদা ও কোচবিহারে। এইসব জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে (Weather Update) ঝড়ের বেগ ও থাকবে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে।

Read More: কলকাতা বন্দরের কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।

কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর।আলিপুরদুয়ার আবহাওয়া বার্তা জানাচ্ছেন গত এক মাসে উত্তর দিনাজপুর বৃষ্টির ঘাটতি ১০০ শতাংশ। মালদা তো প্রায় গর্তের পরিমাণ ৯৮ শতাংশ।

এই ভাবেই স্থানগুলির পাশাপাশিবৃষ্টি কত শতাংশ ঘাটতি আছে তা একটি তালিকার মাধ্যমে দেওয়া হল –
১) কলকাতা- ৮৭%
২)উত্তর ২৪ পরগনা- ৮০%
৩)হুগলিতে- ৯০%
৪)হাওড়াতে- ৬০%
৫)নদীয়া- ৭৫%
৬)উত্তর দিনাজপুর- ৮৪%
৭)জলপাইগুড়ি- ৭৬%
৮)দার্জিলিং- ৭৮%
৯)কালিংপং- ৮৬%
১০)আলিপুর দুয়ার- ৮৪%
১১) কোচবিহার- ৯০%

Weather Update

এ মাসে প্রয়োজনের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। চৈত্র মাসের শেষের থেকে এবার বাংলায় তাপ প্রবাহ শুরু হবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সোমবারে যদি কিছু কিছু জেলায় বৃষ্টি হয় তবে এই তাপ প্রবাহের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে রাজ্য।

গত শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকেও ১.৬ ডিগ্রি বেশি। শুক্রবার সারা দিন মেঘলা আকাশ ছিল এবং কিছু কিছু জায়গায় দু এক ফোটা বৃষ্টিও হয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে গিয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Comment