WB teacher recruitment 2025: রাজ্যের সরকারি মডেল স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে! কীভাবে আবেদন করবে?

By parthab670@gmail.com

Published On:

Follow Us
wb teacher recruitment 2025

WB teacher recruitment 2025: যারা মূলত শিক্ষক বা শিক্ষিকা হতে চান তাদের জন্য দারুন সুযোগ, রাজ্য সরকারের মডেল স্কুল গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত রাজ্য সকারের স্কুল গুলিতে নিয়োগ পদ্ধতি স্থগিত রয়েছে। বিশেষত ভারতের সর্বচ্চ আদালতের রায় ঘোষণা না হয়ে পর্যন্ত নিয়োগ পদ্ধতি বন্ধ রাখতে বলা হয়েছে রাজ্য সরকারকে।

তবে রাজ্যের কুশমুন্ডি এবং হরীরামপুর সরকারি মডেল স্কুলে শিক্ষ্ক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।এবং আপনি কোন যোগ্যতায় আবেদন করতে পারবে, কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত কিছু জানতে এই প্রতিবেদন টি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

কোন কোন স্কুলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দক্ষিণ দিনাজপুর সরকারি দপ্তর থেকে কুশমুন্ডি ও হরীরামপুর নামক স্থানের সরকারি মডেল স্কুল থেকে (WB teacher recruitment 2025) নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে।

কি কি বিষয়ে শিক্ষ্ক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে

এখানে কুশমন্ডি স্কুলে একজন ভূগোল বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন এবং অপরদিকে হরীরামপুর স্কুলে একজন ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা এবং ভূগোলের শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন।

এখানে করা আবেদন জানাতে পারবেন

১.কোন ইংলিশ মিডিয়াম স্কুলের পূর্বে পড়ানোর দক্ষতা অনুসারে শিক্ষক শিক্ষিকা হিসাবে আবেদন জানাতে পারবেন।
২.এবং তাছাড়া উল্লেখিত ০১/০১/২০২৫ তারিখ হিসাবে ৬২ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে হবে।

নিয়োগের পর কত বেতন পাবেন

আপনি যদি উভয় বিদ্যালয়ে অতিথি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে পড়ান তাহলে ভালো এখানে (WB teacher recruitment 2025) মানের বেতন পাবেন তাছাড়া অতিরিক্ত তথ্য জানতে আপনাকে নিচে থাকা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।

Read More: কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। জানুন বিস্তারিত।

কিভাবে নিয়োগ করা হবে

এখানে আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা অনুসারে নিয়োগ করা হবে।

How To Apply For WB teacher recruitment 2025

যারা এখানে আবেদন জানাবেন তারা বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত থাকা আবেদন পত্র টি ভালোভাবে পরে সমস্ত নাথিপত্র সহকারে পূরণ নির্দিষ্ট ঠিকানার ড্রপবক্সে পৌঁছে দিতে হবে। এই কাজটি অবশ্যই ১৯/০৩/২০২৫ তারিখ বিকেল ৫ টার মধ্যে করতে হবে প্রতিটি চাকরিপ্রার্থীকে। এরপর আপনাকে স্কুল কর্তৃপক্ষ থেকে ইন্টারভিউ এর তারিখ এবং বাদবাকি সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official Link Download

Official Website Visit Now- wbnews24.com

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

1 thought on “WB teacher recruitment 2025: রাজ্যের সরকারি মডেল স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে! কীভাবে আবেদন করবে?”

Leave a Comment