Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

WB Group C recruitment 2025: পশ্চিম বর্ধমান জেলায় ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু হয়েছে কর্মী নিয়োগ! প্রতি মাসে পেতে পারে ১০ হাজার টাকা।

By Rahul Roy

Published On:

Follow Us
WB Group C recruitment 2025

WB Group C recruitment 2025: যারা ন্যূনতম যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য দুর্দান্ত সুখবর। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি মাধ্যমিক পাশে কেরানি পদে আবেদন জানান। এখানে কোন লিখিত পরীক্ষায় ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতে পারবেন আপনিও। কিন্তু এই নিয়োগ পদ্ধতি শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলায় হবে।

পেয়েছো প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স সীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের বিবরণ ইত্যাদি সমস্তটা জানতে আজকে প্রতিবেদনটি সম্পন্ন পড়ার চেষ্টা করুন।

পদের নাম

এখানে চুক্তিভিত্তিক কেরানি সহকারি বা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিসিএ) পদে কর্মীদের নিয়োগ করা হচ্ছে।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট শূন্য পদ আছে ৮টি।

মাসিক বেতন

এখানে প্রতি মাসে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ১০,০০০/- টাকা।

বয়স সীমা (WB Group C recruitment 2025)

এখানে চাকরির প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৬৪ বছর পর্যন্ত হতে হবে। ৬৪ বছরের ঊর্ধ্বে কোন প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে না।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন জানাতে চাকরি প্রার্থীদের সর্বপ্রথম যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের যোগ্যতা প্রয়োজন এবং তার সঙ্গে কম্পিউটার বিষয়ক দক্ষতা তবে কম্পিউটার বিষয়ক এমএস ওয়ার্ড এবং এক্সেল জানতেই হবে। (WB Group C recruitment 2025) এখানে পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীরা হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া যদি কোন অবসরপ্রাপ্ত চাকরি পারতে এখনো আবেদন জানাতে চান তবুও এখানে আপনারা আবেদন জানাতে পারেন।

Read More: সরকারি হোস্টেলে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না (WB Group C recruitment 2025) শুধুমাত্র একটি ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমেই প্রার্থীদের নিয়োগ করা হবে। ইন্টারভিউ টি নেওয়া হবে ১৭/০৫/২৫ তারিখে চেম্বার অফ এডিএম(জি), পশ্চিম বর্ধমান জেলা অফিস/ ADM(G), Paschim Bardhaman সকাল ১১:০০ সময় পৌঁছে যেতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

প্রয়োজনীয় নাথিপত্র

  1. জন্ম তারিখের প্রমাণ হিসাবে বার্থ সারটিফিকেট বা যেকোনো সরকারি পরিচয়পত্র।
  2. বাসস্থানের প্রমাণপত্র হিসাবে- গ্রাম পঞ্চায়েত প্রধান, পৌরসভার চেয়ারম্যান, মেয়র, এসডিও, অথবা বিডিও কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, ভোটার আইডিঅথবা আধার কার্ড (যে কোনও একটি )।
  3. অবসর গ্রহণের প্রমাণপত্র হিসাবে পিপিও অথবা পেনশন নথি।
  4. শেষ নিয়োগকর্তার দেওয়া অভিজ্ঞতার সার্টিফিকেট।
  5. মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পাসের সার্টিফিকেট।
  6. কম্পিউটার নলেজের সার্টিফিকেট। থাকলে ভালো, না থাকলেও খুব একটি সমস্যা হবে না।
  7. একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি। আবেদনপত্রে পেস্ট করে নেবেন।

এই সমস্ত কিছুর এক কপি করে জেরক্স ইন্টারভিউয়ার দিন সমস্ত চাকরিপ্রার্থীদের কাছে রাখতে হবে।

How To Apply For WB Group C recruitment 2025

এখানে আপনাদের আবেদন পত্রটি পূরণ করে ইন্টারভিউ এর দিন জমা দিতে হবে। www.paschimbardhaman.gov.in। এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটি দেখে নিতে পারেন।

আরে এর বিষয়ে বিস্তারিত জানতে আপনারা esttpaschimbdn@gmail.com। এখানে ইমেল করে জানাতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload PDF

Related Posts

Leave a Comment