WB BLF Recruitment 2025: রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য এবার এক নতুন চাকরির খবর দিচ্ছে কৃষ্ণনগর রাজ্যের জেলা ব্লক অফিস। এখানে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই আবেদন জানাতে পারবেন। এখানে আপনি মুখ বেতন পেতে পারেন ১২,৫০০/- টাকা। এর থেকে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই প্রতিবেদনটি সম্পন্ন করতে হবে।
আর এই প্রতিবেদনের শেষে অবশ্যই রয়েছে আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, মোট শূন্য পদের সংখ্যা, বয়সসীমা ইত্যাদি।
পদের নাম
এখানে (WB BLF Recruitment 2025) যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল “ব্লক লেভেল ফেসিলিটেটর “।
বয়স সীমা
এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ ৬০ বছরের ঊর্ধ্বে এখানে প্রার্থী নিয়োগ করা হবে না, তবে অবশ্যই ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হিসাব করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন জানানোর জন্য অবশ্যই প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করলেই হবে। তবে এর সঙ্গে সঙ্গে অবশ্যই চাকরিপ্রার্থীদের কম্পিউটার বিষয়ক জ্ঞান এবং কম্পিউটার সার্টিফিকেট, মাইনরিটি কালচার, Wakf সম্পর্কে জ্ঞান থাকতে হবে। শুধু তাই নয় এই বিষয়ে দু’বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
মাসিক বেতন (WB BLF Recruitment 2025)
এই পদের যেসব কর্মী নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন হবে ১২,৫০০/- টাকা। এর সঙ্গে প্রত্যেক মাসে সরকারি সংস্থার সুযোগ সুবিধা দিয়ে আরও ৫০০০/- টাকা দেওয়া হবে সমস্ত কর্মীদের অর্থাৎ এখানকার নিযুক্ত কর্মীরা প্রত্যেক মাসে টোটাল ১৩০০০/- টাকা পাবেন।
নিয়োগ পদ্ধতি
এখানে সর্বপ্রথম চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে সেখানে যারা উত্তীর্ণ হবেন, তাদের অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Read More: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ! কিভাবে আবেদন জানাবেন?
প্রয়োজনীয় নথিপত্র
● রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দুই কপি।
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
●বয়সের প্রমাণপত্র।
● জাত সংস্থাপত্র।
● কম্পিউটার সার্টিফিকেট।
●আধার বা ভোটার কার্ড।
●অভিজ্ঞতার সার্টিফিকেট।
●দুই কপি পাঁচ টাকার ডাক টিকিট।
How To Apply For WB BLF Recruitment 2025
এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিচে দেওয়া লিংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটি ডাউনলোড করে একটি A4 পেজে প্রিন্ট আউট করতে হবে তারপর হাতে কলমে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে যুক্ত করে সঠিক ঠিকানায় জমা দিতে হবে অবশ্যই সঠিক তারিখের মধ্যে।
আবেদন জানানোর শেষ তারিখ
এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হল ০৯/০৪/২০২৫
তাই এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন পত্রটির সঠিক ঠিকানাই পাঠিয়ে দেবেন।
আবেদনের ঠিকানা
মহকুমা কর্মকর্তা, সদর, নদীয়া কৃষ্ণনগর
গুরুত্বপূর্ণ লিংক
Official Website | Visit Now |
Official Notice | Download PDf |