Union Bank Recruitment: ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ! ৫০০টি শূন্য পদে আবেদন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে নিয়োগ করা হবে কর্মীর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এখানে মোট ৫০০ টি পদে আবেদন জানাতে পাবে কর্মীরা। এবং বেশ ভালো মানের বেতন দেওয়া হবে প্রার্থীদের। ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি বয়স সীমা মাসিক বেতন ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম ইত্যাদি সমস্যাটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
পদের নাম
“স্পেশালিস্ট অফিসার” এবং দুটি পদের ওখানে কর্মীদের নিয়োগ করা হবে।
১) ক্রেডিট (সহকারী ব্যবস্থাপক)।
২) আইটি (সহকারী ব্যবস্থাপক)।
প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ কারী সংস্থা
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
শূন্য পদের সংখ্যা (Union Bank Recruitment)
এখানে (Union Bank Recruitment) মোট ৫০০টি শূন্য পদ আছে ।
Read More: এবার দীঘা তে জগন্নাথ দর্শন! যেতে হবে না পুরি।
কর্মস্থল
পুরো ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষের যে কোন স্থানে।
১)ক্রেডিট (সহকারী ব্যবস্থাপক)
● শূন্য পদ আছে ২৫০টি।
● শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং CA/ CS/ CMA (ICWA) অথবা পূর্ণকালীন নিয়মিত MBA/ MMS/ PGDM/ PGDBM, ফিনান্সে বিশেষজ্ঞ, সর্বমোট ৬০% নম্বর (SC/ ST/ OBC/ PwBD প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৫৫%)।
● মাসিক বেতন:- এখানে প্রতি মাসে চাকরিপ্রার্থীদের ৪৮,৪৮০ টাকা – ৮৫,৯২০/- টাকা।
● বয়সসীমা:- ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।
২) আইটি (সহকারী ব্যবস্থাপক)
● শূন্য পদ ২৫০টি।
● শিক্ষাগত যোগ্যতা:- পূর্ণকালীন বি.ই./বিটেক/এমসিএ/এমএসসি (আইটি)/এমএস/এমটেক/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/আইটি/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/ডেটা সায়েন্স/মেশিন লার্নিং এবং এআই/সাইবার সিকিউরিটিতে ৫ বছরের ইন্টিগ্রেটেড এমটেক ডিগ্রি।
● মাসিক বেতন:- প্রতি প্রার্থীদের মাসে ৪৮,৪৮০/- ৮৫,৯২০/- টাকা।
● বয়সসীমা: ন্যূনতম ২২ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।
বয়সের অভিজ্ঞতা
- ওবিসি প্রার্থী:- ৩ বছর
- এসসি, এসটি প্রার্থী:- ৫ বছর।
- পিডব্লিউবিডি প্রার্থী:- ১০ বছর।
নিয়োগ পদ্ধতি
অনলাইন পরীক্ষা, গ্রুপ আলোচনা, ব্যক্তিগত ইন্টারভিউ এর উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
আবেদনের জন্য ফি
অন্যান্য সকল প্রার্থী:- ১১৮০/- টাকা।
এসসি/এসটি/পিডব্লিউডি প্রার্থী:- ১৭৭/- টাকা।
প্রদানের পদ্ধতি:- অনলাইন
How To Apply For Union Bank Recruitment
এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন জানাতে হবে। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা ৩০ এপ্রিল ২০২৫ থেকে ২০ মে ২০২৫ পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট unionbankofindia.co.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যাওয়ার লিংক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন জানাতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২০ ই মে ২০২৫