Train Accident: চাকরি জীবনের শেষ দিনই রেল দুর্ঘটনায় মৃত্যু হল লোকো পাইলটের! জানুন বিস্তারিত।মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়েছে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ। এই রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জিয়াগঞ্জের এক বাসিন্দা মালগাড়িচালক বছর ৬৫-র গঙ্গেশ্বর মাল।
মঙ্গলবার ভোরের রেল দুর্ঘটনার খবর আমরা প্রায় সবাই জানি এবং সেই রেল দুর্ঘটনাতেই এই লোকো পাইলটের মৃত্যু হয়। মঙ্গলবার ভোর ৩ টে ঝাড়খণ্ডের যে রেল দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছিল সেই দুর্ঘটনায় প্রাণ হারান এই ব্যক্তি।
চাকরি জীবনের শেষ দিনেই দুর্ঘটনায় মৃত মালগাড়ি চালক
সূত্রের খবর অনুযায়ী জানাযায়, সেদিনই তার শেষ দিন ছিল এই দীর্ঘদিনের চাকরি জীবনের। আর সেই দিনই এই দুর্ঘটনায় মৃত্যু হয় তার। গঙ্গেশ্বর মাল এতদিন তিনি সততার সঙ্গে কাজ করে এসেছেন এই চাকরি জীবনে। চাকরি জীবনের শেষ দিনে ঝাড়খন্ড থেকে মালগাড়ি নিয়ে বাংলায় ফেরার দায়িত্ব পড়েছিল তার কাঁধে।
বুধবার থেকেই শুরু হয়ে যেত তার এত বছর চাকরির পর অবসর জীবন তারই মধ্যেই এই দুর্ঘটনার শিকার তিনি এবং মৃত্যু হয় তার।
Read More: এবার জারি করা হলো বাধ্যতামূলক ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক! জানুন বিস্তারিত তথ্য।
কীভাবে ঘটে দুর্ঘটনা (Train Accident)
আগের খবরে আমরা জানিয়েছি যে,মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ কয়লা বোঝাই একটি মালগাড়ি ঝাড়খণ্ড থেকে ফরাক্কা এনটিপিসির দিকে আসছিল। অন্যদিকে ঝাড়খন্ডের বারহাইট এলাকায় লুপলাইনে একটি খালি মালগাড়ি (Train Accident) দাঁড়িয়েছিল। চালক কিছু করে ওঠার আগেই মুখোমুখি সংঘর্ষের ফলে আগুন লেগে যায় দুটি গাড়িতে আর এর ফলে মৃত্যু হয় তিনজনার তার মধ্যে একজন এই গঙ্গেশ্বর মাল।
শোকস্তব্ধ পরিবেশ এলাকায়
ঝাড়খণ্ডের এই খবর পেতে ই মুর্শিদাবাদ জিয়াগঞ্জের গঙ্গেশ্বর মালের পরিবার সদস্যদের খটকা লাগে।এবং তার পরিবার সদস্য দের মধ্যে রয়েছে তার স্ত্রী এবং একমাত্র কন্যা। শোনা গেছে যে তার পরিবার থেকে অনেকবার ফোন করা হয় তাকে। এবং তার কিছুক্ষণ পরেই তার পরিবারের কাছে (Train Accident) এই মৃত্যুর খবর পৌঁছায়। তার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী এবং কন্যা, এবং কান্নার আওয়াজ পেতেই ভির করে প্রতিবেশীরাও।
একা একা খবর যায় আত্মীয়দের কাছে এবং তার সঙ্গে সঙ্গে শোক্স্তধ ওই এলাকা।চাকরি জীবনের শেষ দিনে এসে এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী কন্যা। শোকস্তব্ধ প্রতিবেশীরাও। তাঁরা জানিয়েছেন, হাসিখুশি মানুষই ছিলেন গঙ্গেশ্বর মাল। জানা গিয়েছে, ঝাড়খন্ডেই দুই মালগাড়ির চালকের মৃতদেহের ময়না তদন্ত পরই তা তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।