Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Tourist Volvo Bus: টুরিস্ট দের জন্য দারুন সুখবর! এবার ৬- ৭ টি রোডএ সরকারি বলবো বাস। জানুন বিস্তারিত।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
Tourist Volvo Bus

Tourist Volvo Bus: টুরিস্ট দের জন্য দারুন সুখবর! এবার ৬- ৭ টি রোডএ সরকারি বলবো বাস। জানুন বিস্তারিত।এবার পুরো পুরি সরকারি ভাবে চলবে ভলভো বাস। বাস চলবে পুরি, দীঘা এবং তার সঙ্গে মায়াপুর, তারাপীঠ ইত্যাদি জায়গায় চলবে বাস গুলি। এতে সব থেকে বেশি উপকৃত হবেন পর্যটকরা। এর বিষয়ে বিস্তারিত জানতে আপনার পুরো প্রতিবেদনটি পড়তে পারেন।

তাছাড়াও বেসরকারি গাছের ভাড়ার তুলনায় অনেক কম হবে সরকারি বাসর ভাড়া। এর কারণে সাধারণ মানুষেরই কম খরচে ঘুরতে যেতে পারেন। আর যেদিন থেকে এই বাস গুলি উদ্বোধন করা হবে সেদিন থেকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হবে। অর্থাৎ সমস্ত বাসের প্যাসেঞ্জার অনলাইন এর মাধ্যমে টিকিট কাটতে পারবে।

Tourist Volvo Bus

বিগত কয়েক বছর ধরে এই টুরিস্ট স্পট গুলিতে বাস চালিয়ে বেশ ভালো টাকা ইনকাম বেসরকারি বাস সংস্থাগুলি। এই কথা ভেবেই সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর। কিন্তু অবশ্যই বেসরকারি গাছের ভাড়ার তুলনায় ৩০ থেকে ৪০% ভাড়া কম নেওয়া হবে সরকারি বাস গুলিতে। বেসরকারি বাদকুলিতে সময় অনুযায়ী ভাড়ার টাকা কমানো বাড়ানো হয়। তবে সরকারি বাস গুলির ভাড়ার টাকা ফিক্সড থাকবে।

Read More: পুরি মন্দিরের পতাকা ছিড়ে নিয়ে গেল ঈগল! জানেন কি হতে পারে এর পরিনাম।

ভবিষ্যতেই বাসগুলি শুধু দিঘা, পুরি, তারাপীঠ, শিলিগুড়ি, পুরুলিয়া তেই আটকে থাকবে না বকখালি মন্দারমনি এই সমস্ত রোড গুলিতে শুরু হবে এই বাস চলাচল।

Tourist Volvo Bus

পরিবহণ দপ্তর সূত্রে খবর, সাড়ে ৯ কোটি টাকা খরচ করে পরিবহণ দপ্তর ৯,৬০০ সিসির ছ’টি ভলভো বাস কিনেছে। আর এই বাসগুলিতে ড্রাইভার কন্টাকটার বসার জায়গা ছাড়াও আরো ৪৩ টি সিট থাকবে। এবং সমস্ত সিট গুলি হবে নরম দায়ক এবং রাতে চলাচল করার মতো। তেমনি বাসের তরফ থেকে যাত্রীদের সমস্ত নিরাপত্তা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। বাস গুলিতে দূরপাল্লা চলা চলের (Tourist Volvo Bus) সমস্ত সুবিধা থাকবে।

যারা যারা এই বাসগুলিতে সফর করতে চান তারা তারা আমাদের পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন কারণ বাসগুলি কবে উদ্বোধন করা হবে, তারও জন্য প্রতিবেদন দেওয়া হবে আমাদের সাইডে। এবং আমাদের পরবর্তী প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে বাসের ভাড়া কত থাকবে, কতজন একসাথে এই বাসে যেতে পারবে, বাসের টিকিট প্যাকেজ কেমন থাকবে সমস্তটা জানতে পারবেন আপনারা।

Leave a Comment