Summer Vacation Update: গরমের ছুটি নিয়ে আবারো নির্দেশিকা জানালো রাজ্য সরকার। এবারও গরমের ছুটি পড়ে যাবে নির্দিষ্ট সময়ের আগেই। কিন্তু এই ছুটি কিন্তু এই ছুটি শেষ কবে হবে? এপ্রিল মাসের শেষ অর্থাৎ ৩০ তারিখ থেকেই শুরু হচ্ছে গরমের ছুটি বা গ্রীষ্মকালীন ছুটি। এই সরকারি সূত্রের খবর থেকে জানা যাচ্ছে অনির্দিষ্ট কালীন ছুটি থাকবে গরমে।
বিগত দুয়েক বছর ধরেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে গোটা রাজ্যবাসী। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীঘ্রতার সঙ্গেই বন্ধ করতে হচ্ছে স্কুলগুলি। এবং যতদিন না এইতাপমাত্রা কম হচ্ছে ততদিনই বন্ধ রাখতে হচ্ছে স্কুল। এবারও সেই এক সমস্যার সম্মুখীন ছাত্র-ছাত্রীর সকল শিক্ষক শিক্ষিকা।
Summer Vacation Update
বিগত কয়েক বছর ধরেই চৈত্রের আগমনের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে তাপমাত্রাও। রাজ্যের কিছু কিছু জেলাতেই চৈত্র মাসের শুরুতেই অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বেড়ে যাওয়া যাচ্ছে। তবে এই গরমে ছাত্র-ছাত্রীদের সকালবেলা স্কুলে যাওয়া এবং সারাদিন এই অত্যাধিক গরমে স্কুলে থাকা ভীষণই কষ্টকর হয়ে উঠছে।
Read More: আগের মতোই কি বেতন পাবে চাকরি হারা প্রার্থীরা? জানুন বিস্তারিত।
অনেক ছাত্রছাত্রী তো (Summer Vacation Update) এই গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছে। যেহেতু এই সমস্ত ছাত্র-ছাত্রী দেশের ভবিষ্যৎ তাই এদের স্বাস্থ্যের দিকে খেয়াল দেখাও সরকারের কর্তব্য হয়ে উঠেছে।
পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিদ্যালয় গুলিতে ছাত্র সংখ্যা ৫০ থেকে ১০০ হলেও শ্রেণিকক্ষে পাখার সংখ্যা মাত্র ২টো থেকে ৩টে। এর ফলেই বেশি অসুস্থ হচ্ছে ছাত্র-ছাত্রীরা। এরই মধ্যে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে রাজ্যের কিছু কিছু জেলায় তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে ৪০° উপর। তাই এবার এপ্রিলের ৩০ তারিখ থেকে বন্ধ করা হচ্ছে রাজ্যের সকল স্কুল গুলি।
Summer Vacation Update
মূলত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। তা ভাইয়া নির্দিষ্টকালীন ছুটির জন্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সমস্যা হচ্ছে বলেও জানা যাচ্ছে। এমনকি শিক্ষকরা অভিযোগ তুলেছেন সিলেবাস শেষ করা যাচ্ছে না ছাত্র-ছাত্রীদের। তবে এই বিষয়ে রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছেন স্কুল খোলার পরই অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শেষ করতে হবে সিলেবাস। কিন্তু এই অতিরিক্ত গরমে খোলা যাবে না স্কুল।
1 thought on “Summer Vacation Update: সরকারি স্কুলগুলিতে কবে শেষ হবে গরমের ছুটি! জানুন কি বলছেন শিক্ষা দপ্তর।”