SSC Recruitment 2025: আজ সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর! জানুন বিস্তারিত।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
SSC Recruitment 2025

SSC Recruitment 2025: আজ সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর! জানুন বিস্তারিত।এতদিন পড়ে রায়দান করলেন সুপ্রিম কোর্ট। আজ ঘোষণা হলো এস এস সি নিয়োগ দুর্নীতি। ২০২৪ সালের ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের উপর ভিত্তি রেখে আজ রায় জানালেন সুপ্রিমকোর্ট। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া জালিয়াতিতে কলঙ্কিত হয়েছে।

অভিনেতা তথা রাজনৈতিক বিশ্লেষক অরিত্র দত্ত বনিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় সমস্যা তিনি আজকের প্রেস কনফারেন্সে সিপিএম দোষী বিজেপি দোষী সবাইকে একটু একটু করে দোষ ডিস্ট্রিবিউট করেছেন। কিন্তু একবারও নিজে ক্ষমা চাইলেন না। তিনি আরো জানিয়েছেন পরে বুঝলাম, ভুলের দায় স্বীকার করা ওঁনার রাজনীতির ডিকশনারিতে নেই।

SSC Recruitment 2025

পার্থের একাউন্টের কথা বা দাবি কিছুই তুলবেন না তৃণমূল কংগ্রেস। SSC রায় ঘোষণার পর প্রশ্ন অরিত্রের। সোশ্যাল মিডিয়ায় পার্থ চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করে অরিত্র দত্ত লিখলেন সরকারের ট্যাক্সের টাকায় জেলে বসে খাওয়া-দাওয়া করে চলেছেন এই কালপ্রিট। এক লাখ চার হাজার মানুষকে পথে বসিয়েছেন। তৃণমূল কংগ্রেস কিছু হলেই কথায় কথায় একাউন্টের দাবি তোলেন কিন্তু আজকে আপনারা এক লক্ষ মানুষের এই অবস্থার জন্যে এই ব্যক্তির এনকাউন্টারের দাবি তুলবেন না?

Read More:  বর্তমান খুবই ভাইরাল Ghibli! এটি আসলে কি জানলে অবাক হবেন।

রাষ্ট্রপতির দারস্থ হয়ে চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা। মালদার বাল্য গার্লস স্কুলে চারজন শিক্ষিকা ও একজন গ্রুপ ডি এর কর্মী চাকরি হারালেন। গ্রুপ ডি এর (SSC Recruitment 2025) যে মহিলা কর্মী ছিলেন তার মুখ থেকে জানা গেছে যে ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন ২০১৮ তে চাকরি গ্রুপ দিতে বেশ ভালো টাকা মাইনে দেখে পরীক্ষা দিয়েছিলেন তিনি স্বামী বেসরকারি স্কুলে পড়ান আর তাদের দুই ছেলে মেয়ে এবার কিভাবে চালাবেন সংসার এই ভেবেই কানায় ভেঙে পড়েছেন তিনি।

SSC Recruitment 2025

যেহেতু প্যানেল ধরে বাদ দেওয়া হয়েছে সে তোমরা সবাই জানি যে প্যানেলের সমস্ত প্রার্থীরাই দুর্নীতির সহায়তা নিয়ে চাকরি পাননি। তার মধ্যে অনেকে সততার সঙ্গে চারটি পেয়েছেন। সরকারের কাছে সাধারণ মানুষের দাবি এই যে সততার সঙ্গে যারা চাকরি পেয়েছেন তারা কি দোষ করেছে। এবার কি করবেন তারা। তার সঙ্গে ১২% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

নবান্নের প্রেস কনফারেন্সে বলেছেন মুখ্যমন্ত্রী বিচারপতিদের শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না।’ এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

আর সুপ্রিম কোর্ট জানিয়েছেন (SSC Recruitment 2025) যে একটি প্যানেলে কতজন দুর্নীতিভাবে চাকরি পেয়েছে আর কতজন সততার সঙ্গে চাকরি পেয়েছে সেটা বাছাই করা সম্ভব নয় তাই পুরো প্যানেল ধরে বাদ দিতে হচ্ছে তাদের।

এসএসসি রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নবান্নে জরুরী তলপ করেছেন শিক্ষা মন্ত্রীকে। আর তার সঙ্গে সঙ্গে নবান্নে উপ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

পার্থের ফাঁসি হোক কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন শিক্ষিকা। এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ জন চাকরি হারিয়েছেন। তারা জানাচ্ছেন যে তাদের সুইসাইড করা ছাড়া আর কোন পথ খোলা নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

1 thought on “SSC Recruitment 2025: আজ সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর! জানুন বিস্তারিত।”

Leave a Comment