RITES Recruitment: আবারো নতুন চাকরি। প্রার্থীদের জন্য আবারো সুখবর। বিশেষতরেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস ৬টি ফিল্ড ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেশ ভালো মানের বেতন দেওয়া হবে প্রার্থীদের এবং একটি নির্দিষ্ট পদে কর্মীদের নিয়োগ করা হবে।
ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স সীমা, মাসিক বেতন, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পুর্ণ পড়ার চেষ্টা করবেন।
নিয়োগ কারী সংস্থা
রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস
পদের নাম
মাঠ প্রকৌশলী (Field Engineer)
শূন্য পদের সংখ্যা
মোট শূন্য পদ ৬ টি।
কর্মস্থল
পুরো ভারতবর্ষ বা অল ইন্ডিয়া
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন জানাতে প্রার্থীদের প্রয়োজন ম্যাট্রিকুলেশন এবং আইটিআই ডিগ্রি। ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিশিয়ান পাওয়ার ডিস্ট্রিবিউশন/ ইলেকট্রিশিয়ান মেকানিক্স/ ইন্সট্রুমেন্ট মেকানিক্স/ টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম/ ইলেকট্রিশিয়ান-এ ট্রেডসম্যানশিপ।
Read More: এবার জেলা স্তরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১১,০০০/- টাকা।
মাসিক বেতন
এখানে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর চাকরিপ্রার্থীদের প্রতি মাসে মাসিক বেতন দেওয়া হবে ২৫,১২০/- টাকা।
বয়স সীমা (RITES Recruitment)
এখানে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউ , মেধা, লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে নির্বাচন করা হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন করার জন্য ফি
অন্যান্য সকল প্রার্থী:- ৩০০/- টাকা।
এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থী:- বিনামুল্যে।
প্রদানের পদ্ধতি:- অনলাইন।
How To Apply For RITES Recruitment
আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা ১৯ মে ২০২৫ তারিখে বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইট rites.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংক
Official Website | Visit Now |