Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Railway Recruitment 2025: সহকারী লোকো পাইলটের ৯৯৭০টি পদের জন্য RRB নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

By Rahul Roy

Published On:

Follow Us
Railway Recruitment 2025

Railway Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য এবার দুর্দান্ত কিছু খবর। যেসব চাকরি যেসব চাকরি-কার ছেড়া আবেদন জানাতে চান তারা এখানে আবেদন জানাতে পারেন। এখানে লোকো পাইলট অর্থাৎ ট্রেন চালকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করা হবে । এবার রেলওয়ে নিয়োগ বোর্ড ৯৯৭০টি সহকারী লোকো পাইলট পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এখানে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে প্রায় ১৯ হাজার টাকার কাছাকাছি। তাছাড়া চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয়ে চাকরিপ্রার্থীরা সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।

নিয়োগ কারী সংস্থা

রেলওয়ে বোর্ড।(Railway Recruitment 2025)

পদের নাম

সহকারী লোকো পাইলট।

শূন্য পদের সংখ্যা

এখানে মোট শূন্য পদ আছে ৯৯৭০ টি।

মাসিক বেতন

এখানে প্রতি মাসে চাকরি প্রার্থীরা মাসিক বেতন পাবেন ১৯,৯০০/- টাকা।

বয়স সীমা (Railway Recruitment 2025)

এখানে চাকরির প্রার্থীরা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবে।

Read More: BEL নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ! ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ারের ২টি পদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা

মিলরাইট/রক্ষণাবেক্ষণ মেকানিক, মেকানিক (রেডিও ও টিভি), ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক (মোটর যানবাহন), ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার ও কয়েল ওয়াইন্ডার, মেকানিক (ডিজেল), হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন ও এয়ার-কন্ডিশনিং মেকানিক। অথবা ম্যাট্রিকুলেশন/এসএসএলসি প্লাস কোর্স সম্পন্ন।

উপরে উল্লিখিত ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ অথবা ম্যাট্রিকুলেশন/এসএসএলসি প্লাস তিন বছরের ডিপ্লোমা। আইটিআই-এর পরিবর্তে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন ধারার সমন্বয়। এই সমস্ত রকমের যোগাযোগ থাকলে চাকরির প্রার্থীরা এখানে কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবে।

বয়সের ছাড়

ওবিসিদের জন্য:- ৩ বছর।

তপশিলি জাতি/উপজাতিদের জন্য:- ৫ বছর।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষার বা ইন্টারভিউ দিতে হবে না, চাকরির প্রার্থীদের শুধুমাত্র একটি কম্পিউটার বিষয়ক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য যুক্ত করা হবে।

How To Apply For Railway Recruitment 2025

এখানে চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য নিশ্চিত আর সকল লিংকগুলি তার জন্য সকল লিংক গুলি ব্যবহার করে নিতে পারেন।

আগ্রহী এবং যোগ্যতা আবেদনকারীরা ১৯ মে ২০২৫ তারিখে বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

Official NoticeDownload PDF
Apply LinkApply Now

Related Posts

Leave a Comment