OPSC ASO Recruitment: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত সুখবর। একের পর এক চাকরি এবার ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (OPSC) সহকারী সেকশন অফিসার (ASO) পদের জন্য ২৯টি শূন্য পদে কর্মী নিয়োগ। এখানে কর্মী হিসাবে নিয়োগ হলে চাকরি প্রার্থীরা বেশ ভালো মানের বেতন পাবেন।
তাই চুপ প্রার্থীরা দেরি না করে শীঘ্র তার সঙ্গে আবেদন জানান এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম ইত্যাদি সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
নিয়োগ কারী সংস্থার নাম
ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (OPSC)।
পদের নাম
সহকারী সেকশন অফিসার (গ্রুপ-বি)। পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা
এখানে (OPSC ASO Recruitment) মোট ২৯ টি শূন্যপদ আছে।
Read More: এনএমএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ! ১৪টি বিজ্ঞানী পদের জন্য প্রকাশ হয়েছে।
বয়স সীমা
এখানে চাকরি প্রার্থীরা ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৬৪ বছর পর্যন্ত পদের জন্য আবেদন জানাতে পারবেন।
সরকারি নিয়ম অনুসারে যারা চাকরিতে বয়সের ছাড় পাবেন
SC/ST/নারী/প্রাক্তন সৈনিক:- ৫ বছর।
PwD:- ১০ বছর।
PwD (SC/ST):- ১৫ বছর।
মাসিক বেতন (OPSC ASO Recruitment)
চাকরিপ্রার্থীরা এখানে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে মাসিক বেতন পাবেন ৩৫,৪০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী। এবং কম্পিউটার বিষয়ক সমস্ত জ্ঞান থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেখানে উত্তীর্ণ হলে একটি কম্পিউটার বিষয়ক স্কিল টেস্ট নেওয়া হবে এবং তারপর যারা উত্তীর্ণ হবে তাদেরকে এই পদগুলিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় নথিপত্র
এখানে প্রয়োজনীয় নথি পত্র হিসেবে যেগুলি দরকার সেগুলি হল-
১) স্নাতক ডিগ্রি সার্টিফিকেট। |
২) মার্কশিট। |
৩) জাতীয় সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)। |
৪) এইচএসসি সার্টিফিকেট (বয়স প্রমাণপত্র)। |
৫) প্রতিবন্ধী/প্রাক্তন সৈনিক সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)। |
৬) অনাপত্তিপত্র (সরকারি কর্মচারীদের জন্য)। |
৭) ওড়িয়া ভাষার প্রমাণপত্র। |
How To Apply For OPSC ASO Recruitment
এখানে অবশ্যই আপনাদের অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে সেই জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা সমস্ত নথিপত্র সমেত আবেদন জানাতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু- | ০৯/০৫/২০২৫ |
আবেদন শেষ- | ০৯/০৬/২০২৫ |
পরীক্ষার তারিখ- | ২৭/০৭/২০২৫ |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Website | Visit Now |
Official Notice | Download PDF |