Online Transaction Charge: মার্চ মাস পরতে না পরতেই একটি খারাপ খবর। এবার থেকে অনলাইন পেমেন্টের জন্য লাগবে চার্জ।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
Online Transaction Charge

Online Transaction Charge: এখন আমরা বেশিরভাগ সময় অনলাইনে টাকা লেনদেন পেমেন্ট যাবতীয় সমস্ত কিছু করে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনলাইন পেমেন্টে দিতে হতে পারে এক্সট্রা চার্জ। এবার অনলাইন লেনদেনের সমস্যা হতে পারে সাধারণ নাগরিকদের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন UPI পেমেন্ট এর নিয়ম বদলাতে চলেছে।

গকেন এক্সট্রা চার্জ দিতে হবে গ্রাহকদের?

কিছু বছর থেকেই অনলাইনে লেনদেনের মাত্রা অনেকটাই বেড়ে গেছে ইউপিআই google pay paytm ফোন পে ইত্যাদির মাধ্যমে প্রায়শই কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। এসব কিছু বজায় রাখতে (Online Transaction Charge) এই নতুন নিয়ম হতে চলেছে।

Read More: মার্চ মাসে আপনি কতটা কি রেশন পেতে চলেছেন, কোন কার্ডে কতটা রেশনসামগ্রী পাবেন।

কোন ধরনের লেনদেনে এক্সট্রা চার্জ প্রযোজ্য হবে?

প্রথমত, আপনি যদি ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এর মাধ্যমে টাকা পেমেন্ট করেন তাহলে আপনাকে দিতে হতে পারে ০.৫% ও ১% চার্জ। দ্বিতীয়ত, মোবাইল রিচার্জ করতে গেলেও লাগতে পারে এক্সট্রা চার্জ তাছাড়াও জিএসটি সঙ্গে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে।

তৃতীয়ত, ক্রেডিট কার্ড এর মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে গেলে ১৫ টাকা করে প্রসেসিং চার্জ দিতে হবে।এই সমস্ত কারণে এক্সট্রা চার্জ দিতে হবে গ্রাহক দের।

খরচ বাড়তে পারে গুগল পে-তেও(Online Transaction Charge)

আগে google pay তে কোন এক্সট্রা চার্জ দিতে হতো না ভবিষ্যতে হয়তো দিতে হতেও পারে। তবে এই বিষয়ে এখনও কোন সঠিক খবর পাওয়া যায়নি।এক্সট্রা চার্জের সিদ্ধান্ত কার:-ভারত সরকার এই বিষয়ে কিছুই বলেননি।

কিন্তু পুরো বিশ্বের অর্থনৈতিক সংস্থা PWC এর একটি রিপোর্ট জানিয়েছে এখন থেকে প্রতিটি ইউপিআই ট্রানজেকশনে স্টকহোল্ডারদের ০.৫% করে খরচ দিতে হবে।

এতে ব্যবহারকারীদের উপর কেমন প্রভাব পড়বে:-

যদি ভবিষ্যতে এইসব এক্সট্রা চার্জ দিতে হয় তবে সাধারণ মানুষ এর ওপর একটি বড় ধাক্কা আসতে চলেছে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Important LinkClick Hear
Official WebsiteVisit Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment