Mid Day Meal Section 2025: প্রতি মাসে ১১ হাজার টাকা। বীরভূমে মিড ডে মিল প্রকল্প শুরু হতে চলেছে। জানুন বিস্তারিত।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
Mid Day Meal Section 2025

Mid Day Meal Section 2025: বীরভূম জেলায় শুরু হয়েছে নতুন প্রকল্প মিড ডে মিল প্রকল্প। যারা এখানে আবেদনে ইচ্ছুক তারা এই প্রতিবেদন সম্পুর্ণ পড়ুন।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট।

শূন্যপদের সংখ্যা

এই পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে।

বেতন

প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা

এখানে আবেদন কারী চাকরি প্রার্থীদের বয়স ৬২ বছরের নিচে হতে হবে, তবেই তারা (Mid Day Meal Section 2025)আবেদন জানাতে পারবে।

Read More: মার্চ মাস পরতে না পরতেই একটি খারাপ খবর। এবার থেকে অনলাইন পেমেন্টের জন্য লাগবে চার্জ।

শিক্ষাগত যোগ্যতা

এখানে অনাভিজ্ঞ চাকরি প্রার্থীদের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারবে, তবে এখানে আবেদন কারীদের কম্পিউটার বিষয়ক যোগ্যতা থাকতে হবে। তাছাড়াও ৫ বছরের অ্যাকাউন্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পরীক্ষা পদ্ধতি

এখানে কোনো লিখিত পরীক্ষা দেওয়া লাগবে না শুধু মাত্র পার্সোনালিটি টেস্ট হবে ও ইন্টারভিউয়ের মাধ্যমে সঠিক যোগ্যতা অনুসারে নির্বাচন করা হবে।এছাড়াও কিছু প্রয়োজনীয় নাথিপত্র জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে যে এখানে ইন্টারভিউ এর পর একটি লিস্ট বার করা হবে এর মধ্যে তিন জনের নাম থাকবে। এদের মধ্যে প্রথম জন কে নির্বাচন করা হবে এরপর সে যদি নির্বাচিত না হতে চাই তাহলে, দ্বিতীয় জন কে নির্বাচন করা হবে দ্বিতীয় জনও না হলে, তৃতীয় জন নির্বাচিত হবে।

How To Apply For Mid Day Meal Section 2025

এখানে যারা আবেদন করতে চান তারা ১২/০৩/২০২৫ তারিখের মধ্যে আবেদন পুরো করে সমস্ত নাথিপত্র সমেত নিম্নলিখিত ঠিকানায় দিতে হবে জমা দিতে হবে। ঠিকানা – ব্লক ডেভেলপমেন্ট অফিস, ‌খয়রাশোল‌‌, ডেভেলপমেন্ট ব্লক জেলা বীরভূম।

প্রয়োজনীয় নাথিপত্র

১.একটি এপিক কার্ড যেটি অ্যাটেস্টেড করা থাকবে। ২. একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বিডিও অফিস থেকে পাওয়া যাবে ও এই সার্টিফিকেটটির অরিজিনাল কপি দিতে হবে। ৩. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে যাতে বয়সের প্রমাণ পাওয়া যাবে ৪.শেষ বেতনের সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। ৫. পেনশন পেপারের সেল্ফ অ্যাটেস্টেড কপি দিতে হবে।
৬. শেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সেল্ফ অ্যাটেস্টেড কপি লাগবে।
৭. সেল্ফ অ্যাটেস্টেট করা আধার কার্ড।
৮. কম্পিউটারের এমএস অফিসের ওপর সার্টিফিকেট অফ নলেজ।
৯.পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ

আবেদনের শেষ তারিখ

১২/৩/২০২৫ তারিখের আগে (Mid Day Meal Section 2025) এখানে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে প্রার্থীদের।

ইন্টারভিউয়ের তারিখ

২৪/৩/২০২৫ তারিখে 1:00pm সময় ইন্টারভিউ হবে ও এই ইন্টারভিউয়ের জন্য ১১ টা থেকে ১২টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Important LinkClick Hear
Official WebsiteVisit Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment