MI vs CSK, IPL Live 2025: মুম্বই vs চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে টস জিতল চেন্নাই সুপার কিংস।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
MI vs CSK, IPL Live 2025

MI vs CSK, IPL Live 2025: শুরু হয়ে গেছে ২০২৫ এর আইপিএল মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাই সুপার কিংস কে চেন্নাই সুপার কিংসকে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কে মাঠে গিয়ে জেতানো অসম্ভব। কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস হার মানার পাত্র নয়। আইপিএল ২০২৫-এর আগে পর্যন্ত এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোট ৯টি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স এরই মধ্যে ছটি ম্যাচ জিতেছে এমআই, এর মধ্যেই তিনটি মাছ হাড়ের সম্মুখীন হতে হয়েছে তাদের। অর্থাৎ, অ্যাওয়ে ম্যাচেও এক্ষেত্রে পাল্লা ভারি মুম্বইয়ের। এখন দেখার শুধু এটাই যে আসল জিভটা কাদের হয়।

CSK vs MI, IPL 2025 Live Score:

মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক বর্মা, নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ও সত্যনারায়ণ রাজু।ইমপ্যাক্ট পরিবর্ত- বিগনেশ পুথুর, অশ্বনী কুমার, রাজ বাওয়া, করবিন বশ ও করণ শর্মা।

Read More: জেলা ব্লকে শুরু হয়েছে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

CSK vs MI, IPL 2025 Live Score:

চেন্নাইয়ের প্রথম একাদশ
রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), দীপক হুডা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, ন্যাথন এলিস ও খলিল আহমেদ।ইমপ্যাক্ট পরিবর্ত- রাহুল ত্রিপাঠী, কমলেশ নাগারকোটি, জেমি ওভার্টন, শেখ রশিদ ও বিজয় শঙ্কর।

CSK vs MI, IPL 2025 Live Score: টস জিতলেন রুতুরাজ

মুম্বাই ইন্ডিয়ান্স vs চেন্নাই সুপার কিংস এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। তারপর চেন্নাই দলনায়ক ঋতুরাজ রুতুরাজ গায়কোয়াড় শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বই ইন্ডিয়ান্সকে।

CSK vs MI, IPL 2025 Live Score: মুখোমুখি সাক্ষাতের ইতিহাস

চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৩৭টি ম্যাচের সম্মুখ সমরে নামে। দু দলের মুখোমুখি কিছুটা হতে পারে এম আই।

CSK vs MI, IPL 2025 Live Score: আধা শক্তির দল নিয়ে লড়াইয়ে মুম্বই

রবিবার দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া কে ছাড়াই চেন্নাইয়ের সঙ্গে (MI vs CSK, IPL Live 2025) লড়াই নামতে চলেছে মুম্বাই।গত মরশুমে স্লো ওভার-রেট সংক্রান্ত অপরাধের জন্য এবছর টুর্নামেন্টের প্রথম ম্যাচে নির্বাসিত হয়েছেন এমআই দলনায়ক। তাঁর পরিবর্তে রবিবার মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

MI vs CSK, IPL Live 2025: চেন্নাই বনাম মুম্বই ম্যাচের লাইভ ব্লগে স্বাগত

রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের এল ক্লাসিকোর লাইভ ব্লগে আপনাদের স্বাগত। লাইভ স্কোর ছাড়াও ম্যাচের গুরুত্বপূর্ণ ঘটনাবলির টাটকা আপডেট পাবেন এই ব্লগে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment