Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Madrasa Result Update: কবে দেবে মাদ্রাসা গুলিতে রেজাল্ট? জানুন বিস্তারিত তথ্য।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
Madrasa Result Update

Madrasa Result Update: প্রতিবছরই মাদ্রাসাতে আলাদা একটি তারিখের দেওয়া হয় রেজাল্ট। এবার সেই তারিখটি কবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট এর আগে না পরে? সেই বিষয়ে ই ভাবছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা গুলি। জেনে নিন আসল তারিখ।

জানা গিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহেই হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। এখানে ফলপ্রকাশ হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্টের পরের দিন অর্থাৎ ৩য় মে শনিবার। শনিবার সাড়ে দশটা থেকে সমস্ত মাদ্রাসাগুলিতে ফল প্রকাশ করা হবে বা রেজাল্ট ঘোষণা করা হবে।

এবং প্রত্যেক সকল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের শনিবার অর্থাৎ ৩ তারিখ মে মাসের রেজাল্ট তাদের হাতে দিয়ে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের যেসব মাদ্রাসা গুলিতে ফল প্রকাশ হবে সেগুলি হল

1) North Bengal Regional Office.
2) Behrampur Distribution Centre (Murshidabad).
3) Nadia English Medium Model Madrasa
Samsia High Madrasa.
4) Darjeeling
Suktabari Ekramia High Madrasa.
5) Cooch Behar.
6) Paramhangspur Barkatia High Madrasa in East. 7)Midnapore
SMI High Madrasa in West. 8)Burdwan
Burdwan High Madrasa in East Burdwa
9) Kenthardanga High Madrasa in Bankura.
10) Hamidia High Madrasa in Birbhum.

Read More: পৌরসভার কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

Madrasa Result Update

সূত্রের খবর থেকে জানা যাচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে ২৫ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল মাদ্রাসাগুলিতে মাধ্যমিক পরীক্ষা। হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল, এই ৩ স্তর মিলিয়ে মোট ৬৫,১১০ পড়ুয়া পরীক্ষা দিয়েছে। প্রত্যেক বছরই মাদ্রাসাগুলি থেকে বেশ ভালো নাম্বার পাওয়া যায়।

এবং মাদ্রাসায় যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন তারা মাদ্রাসা থেকে বেরিয়ে বেশ বড় বড় জায়গায় ভর্তি হওয়ার চান্স পান ও পরবর্তীতে বেশ বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারে। তাতে এটাই বোঝা যায় (Madrasa Result Update) যে মাদ্রাসা গুলিতে অনেক ভালো পড়াশোনা করানো হচ্ছে। সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তাতে তিনি গর্বিত যে তার রাজ্যে মাদ্রাসা গুলিতে অনেক ভালো পড়াশোনা হচ্ছে। ছাত্র-ছাত্রীরা মানুষের মত মানুষ হচ্ছে।

এই বিষয়ে বিস্তারিত জানতে ওয়েস্টবেঙ্গলের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা চাইলে সেই বিজ্ঞপ্তিও ভালোভাবে পড়ে নিতে পারেন।

Leave a Comment