Madhyamik Result New Date Update 2025: মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ এগিয়ে আসছে। কিছুদিন আগেই চিন্তিত ছিলো মাধ্যমিক পরীক্ষার্থীরা ২৬০০০ শিক্ষক শিক্ষিকা বাদ হওয়ার পর কবে দেবে রেজাল্ট তা ঠিক ছিলো না। মাধ্যমিক ছাত্র ছাত্রী দের জীবনের প্রথম বড়ো পরীক্ষা। তার রেজাল্ট কবে দেবে তা ঠিক না হওয়াই বেশ চিন্তিত ছিলেন পরীক্ষার্থীরা। তবে এবার ঘোষণা করা হলো রেজাল্ট এর তারিখ। এই খবরে এবার কিছুটা হলেও স্বস্তি পাবে ছাত্র ছাত্রীরা।
পরীক্ষা শেষ হওয়ার পর পরই জানানো হয় মে মাসের ১৩ তারিখ দেওয়া হবে রেজাল্ট। এতদিন পর্যন্ত এইটাই জানতো সবাই তারপর যখন ২৬০০০ শিক্ষক শিক্ষিকা বাদ দেওয়া হলো তখন চিন্তিত হয়ে পড়ে ছাত্র ছাত্রীরা তবে এবার জানানো হলো তারিখ।
মে মাসের ২ তারিখ অর্থাৎ ০২/০৫/২৫ তারিখে দেওয়া হবে রেজাল্ট।
তাতে বেশ খুশি হলেও চিন্তিত ছাত্র ছাত্রীরা। কি হবে রেজাল্ট। কেমন নাম্বার পাবে তারা। অনেকে তো রেজাল্ট বেরোনোর আগেই পড়া শুরু করে দিয়েছে।
Madhyamik Result New Date Update 2025
এই বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে। শেষ হয় ফেব্রোয়ারি মাসের ২২ তারিখে। এবং নিয়ম অনুযায়ী রেজাল্ট বেরোনোর কথা ৭৯ থেকে ৮০ দিনের মধ্যে। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তারিখ ঘোষণা করা হয়েছে ২রা মে।
Read More: শুরু হয়েছে টাটা স্টিল কম্পানিতে কর্মী নিয়োগ! শুধুমাত্র মাধ্যমিক পাশেই জানাতে পারবেন আবেদন।
কিভাবে ফোনের মাধ্যমে দেখবেন রেজাল্ট?
প্রথমত, আপনাদের ফোনের গুগল বা ক্রম App গিয়ে https://wbresults.nic.in এই লিংক টি সার্চ করুন।
তারপর “Madhyamik Pariksha (SE) Results Year 2025” এতে ক্লিক করুন এবং ক্লিক করার পড়ে “Enter Your Registration No.” -এর ঘরে রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এবং “Enter Date of Birth” -এর বক্সে জন্মতারিখ দিতে হবে। তারপরে শেষে Submit অপশনে ক্লিক করলে আপনি আপনার (Madhyamik Result New Date Update 2025) রেজাল্ট দেখতে পাবেন।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদিত কয়েকটি লিংক দেওয়া হয়েছে।
১) https://www.exametc.com
২) https://www.indiaresults.com
৩) https://www.results.শিক্ষা
৪) https://www.schools9.com
৫) https://www.fastresult.in
গুরুত্ব পূর্ণ তারিখ (Madhyamik Result New Date Update 2025)
মাধ্যমিক পরিক্ষা শুরু | ১০ ই ফেব্রয়ারি ২০২৫ |
মাধ্যমিক পরিক্ষা শেষ | ২২ ই ফেব্রয়ারি ২০২৫ |
মাধ্যমিক পরিক্ষার রেজাল্ট | ২ রা মে ২০২৫ |