LPG Price 2025: মার্চ মাসের শুরু হতে না হতেই বাড়লো LPG অর্থাৎ রান্নার গ্যাসের দাম! জানুন বিস্তারিত।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
LPG Price 2025

LPG Price 2025: আজ চার ই মার্চ তার মধ্যে বৃদ্ধি পেল LPG গ্যাসের দাম। এই নিয়েই চিন্তিত রাজ্যের মধ্যবিত্ত পরিবার গুলি। দেশের নানান শহর এমনকি কলকাতাতেও বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম। জানা যাচ্ছে যে ১৯ কেজি LPG গ্যাসের দাম ৬ টাকা করে বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন এই তথ্যটি।

বাণিজ্যিক গ্যাসের দাম কত হয়েছে

আমাদের পরিচিত কিছু শহর গুলিতে যে হারে গ্যাসের দাম বেড়েছে-
১.কলকাতা- কলকাতায় গ্যাসের দাম ছিল ১,৯০৭ টাকা বেড়ে হয়েছে ১,৯১৩ টাকা।
২.মুম্বাই- মুম্বাই শহরে LPG এর দাম ছিলো ১৭৫৫.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৯৬৫ টাকা।
২.দিল্লি- দিল্লিতে LPG গ্যাসের দাম ছিলো ১৯ কেজিতে আগে ছিল ১,৭৯৭ টাকা এবং এখন হয়েছে ১,৮০৩ টাকা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এখন কতো ভর্তুকি দেওয়া হবে

এই যোজনায় যে সকল মহিলারা দারিদ্র সীমায় ভুগছেন তাদেরকে বিনামূল্যে গ্যাস দিচ্ছেন সরকার। এছাড়াও (LPG Price 2025) এই গ্যাসের জন্য প্রত্যেক মাসে মাসে মহিলারা ভর্তুকি লাভ করছেন। এবার তো সরকার ৩০০ টাকা করে ভর্তুকি দিচ্ছেন।

Read More: মার্চ মাসে আপনি কতটা কি রেশন পেতে চলেছেন, কোন কার্ডে কতটা রেশনসামগ্রী পাবেন।

প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় কিছু শহরে গ্যাসের দাম

১.কলকাতা- ৫২৯ টাকা।
২.দিল্লি- ৫০৩ টাকা।
৩.চেন্নাই- ৫১৮.৫ টাকা।
৪.মুম্বাই- ৫০২.৫ টাকা।

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় কতো হতে চলেছে

জানা গেছে যে কলকাতাতে এলপিজি গ্যাসের দাম আগের মতই আছে গত লোকসভা ভোটের পর থেকে কোন পরিবর্তন হয়নি এলপিজি গ্যাসের দামের কলকাতাতে সাধারণত ৮২৯ টাকা ১৪.২ কেজি। দিল্লিতে ৮০৩ টাকা। মুম্বাইতে ৮০২.৫০ টাকা ও চেন্নাইতে ৮১৮.৫০ টাকা বর্তমান।

বাণিজ্যিক গ্যাসের দাম কেন বাড়ছে (LPG Price 2025)

বিশ্বের জ্বালানি হ্রাস ও বৃদ্ধিতে বাণিজ্যিক গ্যাসের দাম কমে ও বাড়ে। কিন্তু সাধারণত LPG গ্যাসের দাম একই আছে তাই সাধারণ মধ্যবিত্তদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Important LinkClick Hear
Official WebsiteVisit Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment