Indian Coal Limited Jobs 2025: NCL পক্ষ থেকে বিপুল পরিমান কর্মী নিয়োগ করা হচ্ছে, চাকরি প্রার্থীদের জন্য এক দারুন সুযোগ রয়েছে। এখানে শূন্য পদ আছে মোট ১৭৬৫ টি। ১৯৬১ সালের ভারতীয় এপরেন্টিস আইন অনুসারে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এই নিয়োগটি করা হবে। এখানে আমি কার যোগ্যতায় আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এখানে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম
নানান ইঞ্জিনিয়ারিং বিষয়ের গ্রাজুয়েট, ডিপ্লোমা ও I.T.I পদে এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।এর থেকে বেশি তথ্য জানতে (Indian Coal Limited Jobs 2025) এই সংস্থার অবসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিকে ভালোভাবে পড়েন নেবেন।
মোট শূন্যপদের সংখ্যা
এখানে মোট ১৭৬৫ টি শূন্যপদ থাকছে।
আবেদনের যোগ্যতা
এখানে চাকরিপ্রার্থীরা যেকোনো যোগ্যতায় আবেদন জানাতে পারবেন অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করেছেন তারাও(Indian Coal Limited Jobs 2025) এখানে অবদান জানাতে পারবেন। এবং যারা এখানে আইটিআই প্রার্থীরা আছেন তাদের জন্য মোট ছয়টি পথ আছে ন্যাশনাল কোল্ড ফিল্ড লিঃ পক্ষ থেকে।
মাসিক বৃত্তির পরিমাণ
এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাচ্ছে যে-
১.গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে- ৯০০০/- টাকা
২.ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা- ৮০০০/- টাকা।
৩.ট্রেড অ্যাপ্রেন্টিস পদে- ৭০০০/- টাকা থেকে ৮০৫০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।
Read More: রাজ্যের সরকারি মডেল স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে! কীভাবে আবেদন করবে?
নিয়োগ পদ্ধতি
যারা এখানে আবেদন জানাবেন তাদের একটি নির্দিষ্ট একটি পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত নাম্বার পেলে মেধা তালিকা তৈরি তৈরি করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগ করা হবে।
How To Apply For Indian Coal Limited Jobs 2025
এই নিয়োগ সংক্রান্ত বিশেষ তথ্য বিস্তারিতভাবে জানার জন্য চাকরি প্রার্থীদের আবশ্যিকভাবে www.nclcil.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটির ভালোভাবে পড়ে নিয়ে। এরপর চাকরিপ্রার্থীরা ওই ওয়েবসাইট থেকেই সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন জানানোর সুযোগ পাবেন। চাকরিপ্রার্থীদের জন্য এই পথগুলিতে ২৪/০২/২০২৫ থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Link | Download |
Official Website | Click Hear |