Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

India Coffee Board Job 2025: ইন্ডিয়া কফি বোর্ডে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটরের কর্মী নিয়োগ! প্রতি মাসে বেতন ২৫,০০০/- টাকা।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
India Coffee Board Job 2025

India Coffee Board Job 2025: যারা চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য দুর্দান্ত সুখবর। এবার ইন্ডিয়া কফি বোর্ড ৮টি জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। যারা এই পদে চাকরি করতে চান তাদের বেশ ভালো মানের মাসিক বেতন দেওয়া হবে।

এখানে মোট আটটি শূন্য পদ আছে। একটু ইচ্ছুক প্রার্থীরা দেরি করবেন না সময় থাকতে থাকতে আবেদন জানান। তবে আপনারা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পন্ন করুন।

নিয়োগকারি সংস্থার নাম

ইন্ডিয়া কফি বোর্ড।

পদের নাম

জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর।

শূন্য পদের সংখ্যা

এখানে (India Coffee Board Job 2025) মোট ৮ টি শূন্য পদ আছে।

১) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শূন্য পদ ৪টি পদ
শিক্ষাগত যোগ্যতাযেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা দ্বাদশ শ্রেণি পাস, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা এবং এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) সম্পর্কে জ্ঞান থাকা ।
মাসিক বেতনএখানে চাকরি প্রার্থীদের প্রতি মাসে এখানে মাসিক বেতন দেওয়া হবে ২৫০০০/- টাকা।
বয়সসীমাএখানে সর্বচ্চ বয়স সীমা দেওয়া হয়েছে ৩৫ বছর।

২) ডেটা এন্ট্রি অপারেটর

শূন্য পদ৪টি পদ।
শিক্ষাগত যোগ্যতাজৈবিক বিজ্ঞান বা কৃষি বিজ্ঞানে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) সম্পর্কে জ্ঞানসম্পন্ন প্রার্থী।
মাসিক বেতনপ্রতি মাসে এখানে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ২৩০০০/- টাকা।
বয়সসীমাএখানে চাকরি প্রার্থীদের বয়স নির্বাচন করা হয়েছে সর্বচ্চ ৩৫ বছর।

বয়সের ছাড় (India Coffee Board Job 2025)

ওবিসি প্রার্থীদের জন্য:- ৩ বছর।

এসসি/এসটি প্রার্থীদের জন্য:- ৫ বছর।

Read more: CISF-তে হেড কনস্টেবল পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে! প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫।

নিয়োগ পদ্ধতি

এখানে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র একটি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে।

How To Apply For India Coffee Board Job 2025

এখানে চাকরি প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য অবশ্য আপনাদের নিচের আবেদনের লিংকটা থাকবে সেখানে দিয়ে এপ্লাই না উঠতে ক্লিক করে আপনার আবেদন জানাতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের স্বাক্ষরিত, জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদপত্র এবং প্রশংসাপত্রের কপি (স্ব-প্রত্যয়িত) সংযুক্ত করতে হবে। অফলাইন ঠিকানা: যুগ্ম পরিচালক (সম্প্রসারণ), কফি বোর্ড, উত্তর-পূর্ব অঞ্চল, বিনন্দ অ্যাপার্টমেন্ট, ১২তম বাই লেন আর.জি. বড়ুয়া রোড গুয়াহাটি – ৭৮১ ০২৪., আসাম।

আবেদনপত্র ইমেলের মাধ্যমেও পাঠানো যেতে পারে: jdeghty@gmail.com (০আর) উপ-পরিচালক (সম্প্রসারণ), কফি বোর্ড আঞ্চলিক কার্যালয়, ১ম লিংক রোড, লেন-১৪ কাছাড়, শিলচর আসাম- ৭৮৮ ০০৬। আবেদনপত্র ইমেলের মাধ্যমেও পাঠানো যেতে পারে: ddesil.1@gmail.co

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload PDF

Related Posts

Leave a Comment