IFFCO Recruitment 2025: যদি আপনি কলকাতার মধ্যে চাকরি করতে চান তাহলে আপনি পাচ্ছেন এক দারুন। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড এগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি (AGT) পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যেই প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি, কিভাবে এবং কোথায় আবেদন জানাবে। নিয়োগ পদ্ধতি সমস্ত জানতে প্রতিবেদন টি সম্পুর্ণ পড়ুন।
কোথায় আবেদন
IFFCO এখানে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। তো যারা এখানে আবেদনে ইচ্ছুক তারা অবশ্যই IFFCO এর অফিসিয়াল ওয়েবসাইড বা এই লিঙ্কে – agt.iffco.in গিয়ে আবেদন সম্পুর্ণ করতে পারেন আবেদনের শেষ তারিখ ১৫ ই মার্চ পর্যন্ত জানানো হয়েছে এর মধ্যেই ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে। এবং এরপরই যোগ্যতা অনুসারে প্রার্থীকে(IFFCO Recruitment 2025) বেছে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন জানাতে গেলে চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে কৃষি বিষয়ে বা এগ্রিকালচারে ৬০ শতাংশ নাম্বার নিয়ে বিএসসি করতে হবে। এখানে ৬০ শতাংশ নাম্বারের কম থাকলে সেসব প্রার্থীদের নিয়োগ করা হবে না। এর থেকে বেশি বিস্তারিত জানতে হলে IFFCO এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেবেন।
Age Limit IFFCO Recruitment 2025
এখানে চাকরিপ্রার্থীদের বয়স ৩০ এর উর্ধে হলে হবে না। ৩০ বছরের মধ্যেই প্রার্থীদের আবেদন জানাতে হবে।
Read More: রাজ্যে শুরু হলে নতুন প্রকল্প! প্রতিমাসে ৫০০০ টাকা করে পেতে পারেন এই প্রকল্পে।
নিয়োগ পদ্ধতি
IFFCO AGT পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে একাধিক ধাপ পার হতে হবে। যেমন-
১.কম্পিউটার বেসড।
২.অনলাইন টেস্ট।
৩.মেডিক্যাল পরীক্ষা।
ইত্যাদি।
তাছাড়াও বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা, চেন্নাই, লখনউ, নাগপুর, গুয়াহাটি, পাটনা, সুরাট, বারাণসী, আহমেদাবাদ চণ্ডীগড়, দেরাদুন, পুনে, হায়দ্রাবাদ, যোধপুর, রায়পুর, বিজয়ওয়াড়া, কোচিন, জম্মু, সিমলা, ভোপাল, জবলপুর সহ সারা দেশের বিভিন্ন শহরে অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Official Link | Download PDF |
Official Website | Visit Now |