HS Syllabus Change: উচ্চমাধ্যমিক শিক্ষা বর্ষে আবার সিলেবাস এর পরিবর্তন! জানুন বিস্তারিত।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
HS Syllabus Change

HS Syllabus Change: উচ্চমাধ্যমিক শিক্ষা বর্ষে আবার সিলেবাস এর পরিবর্তন! জানুন বিস্তারিত।কিছুদিন হলো শেষ হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আয়োজিত করা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশ নির্বিঘ্নেই কেটেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এই বছরে যেহেতু শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটির আয়োজন করা হয়েছিল তাই কিছুটা হলেও পরীক্ষার্থীদের জন্য সহজ করা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র।

তাই প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীকেই পাস করিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে পরবর্তী বছরে প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে রাজ্যের ছাত্র-ছাত্রীরা। আর এরই মধ্যে সিলেবাসের পরিবর্তন আনলো সংসদ।

HS Syllabus Change

সংসদের পক্ষ থেকে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার এর মধ্যে ভাগ হয়ে যাবে। এর ফলে ছাত্র-ছাত্রীদের যেমন পরীক্ষা দিতে পরীক্ষা দিতেও সুবিধা হবে সঙ্গে সঙ্গে কলেজে গিয়েও তারা (HS Syllabus Change) এই পদ্ধতিতে মানিয়ে নিতেও সুবিধা হবে। তবে এবারের উচ্চ মাধ্যমিকের প্রথম অর্ধ অর্থাৎ তৃতীয় সেমিস্টারের সিলেবাসে পরিবর্তন আনল সংসদ।

মূলত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি সিলেবাস বদলানো হয়েছে। প্রখ্যাত ইংরেজি লেখিকা ভার্জিনিয়া উলফের ‘এ রূম ফর ওয়ান’স ওন’ গদ্যটি রাখা হয়েছিল। এর পাশাপাশি ছিল অ্যান্টোন চেক‌অভ-এর ‘দ্যা বেট’ গল্প এবং মহেশ দাত্ত্বানির ‘তারা’ -নামক নাটকটি। এই প্রত্যেকটি গল্প এবং নাটক তৃতীয় সেমিস্টারের সিলেবাস থেকে বাদ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Read More: কলকাতা ইনকর দপ্তরে ইঞ্জিনিয়ার এ কর্মী নিয়োগ! জানোন আবেদন পদ্ধতি।

এর পরিবর্তে সিলেবাসের মধ্যে সংযুক্ত করা হবে জেএম সিঞ্জ-এর ‘রাইডারস টু দ্য সি’। যেটি উচ্চ মাধ্যমিকের দুটি সেমিস্টারেই পড়তে হবে ছাত্র-ছাত্রীদের।শুধু সিলেবাসই নয় এর পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র কেমন হবে তা নিয়েও মতবাদ প্রকাশ করছে সংসদ।

প্রশ্ন প্যাটার্ন কেমন হবে জানুন (HS Syllabus Change)

সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় সেমিস্টারে mcq এবং চতুর্থ সেমিস্টারে বাধ্যতামূলক প্রশ্ন আসবে ছাত্র-ছাত্রীদের জন্য। সংসদের বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের উপর ভিত্তি করে উচ্চমাধ্যমিক পরীক্ষার উভয় সেমিস্টারে ইংরেজি বিষয়ের উপর গদ্য থেকে ৩ নম্বর এবং নাটক থেকে ৫ নম্বরে প্রশ্ন আসবে বলে জানানো হয়েছে।

জানা যাচ্ছে যে ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরই এই ঘোষণা করবে সরকার। আপাতত এই পর্যন্তই জানা গেছে বিস্তারিত জানতে পরের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteVisit Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment