HS Exam Update 2025: কিছু দিন আগেই শেষ হয়েছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থীদের জীবনের এক অন্যতম পরীক্ষা উচ্চমাধ্যমিক। এই পরীক্ষার পরই ছাত্র ছাত্রীরা নিজেদের স্কুল জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় অর্থাৎ কলেজ জীবনের দিকে পা বাড়াই, পড়াশোনা জীবনে আরো এক দাপ এগিয়ে যাই। তাই বরাবরের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে একটা চিন্তার জায়গা থেকেই যাই সকলের মনে, বিশেষ করে সমস্ত ছাত্র ছাত্রী দের সঙ্গে তাদের অভিভাবক দেরও।
তো এবার পরীক্ষা শেষেই এক নতুন ঘোষণা হয়েছিল খাতা দেখার নিয়মাবলী নিয়ে। কি কি পদ্ধতি তে খাতা দেখা হবে, কেমন ভাবে প্রশ্নের উত্তর লিখলে ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে ইত্যাদি এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ জানতে অবশ্যই মনোযোগ দিয়ে প্রতিবেদন টি পুরো পড়ুন।
HS Exam Update 2025
পশ্চিমবঙ্গে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হয়েছিল ৩ ই মার্চ। সমস্ত বিষয়ে পরীক্ষা হওয়ার পর গত মঙ্গলবার আমাদের রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হতে না হতেই শিক্ষকদের এবং নিরীক্ষকদের একত্রিত করে বেশ কয়েকটি ঘোষণা করা হয়েছে।
Read More: পৌরসভায় কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।
এবার উচ্চ মাধ্যমিকের সেই আগের পদ্ধতি এবছর তার অবসান ঘটিয়ে শেষ করা হলো। এর পরের বছর থেকে উচ্চ মাধ্যমিক শুরু হবে সেমিস্টার পদ্ধতিতে। তাই (HS Exam Update 2025) এই বছর একটু উদারতা দেখিয়ে অর্থাৎ খোলা হাতে খাতা দেখার নির্দেশ দেওয়া হলো।
পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয় সংসদের ঘোষণা-
- চলিত বছর অর্থাৎ এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেবাসের বহির্ভূত প্রশ্ন আসায় সৃষ্টি হয়েছিল এক সমস্যা। বিশেষত ইংরেজিতে সিলেবাসের বাইরের থেকে অর্থাৎ বহির্গত প্রশ্ন বেশি আশায় যথেষ্ট চিন্তিত সহকারে তার উত্তর করেছেন ছাত্রছাত্রীরা কিন্তু তারপরেই ঘোষণাতে কিছুটা স্বস্তি পেয়েছেন ছাত্র-ছাত্রীরা যে যারা ওই প্রশ্নের কিছুটা হলেও উত্তর করেছে তাদের পূর্ণমান দেওয়া হবে।
- এর পাশাপাশি যে সকল প্রশ্নের অর্থাৎ গ্রামারের প্রশ্নের একাধিক উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে নিরীক্ষকরা সঠিক উত্তর মনে করলে ছাত্র ছাত্রীর উত্তরটিকে সঠিক হিসেবে নির্বাচন করতে পারেন এবং নির্দ্বিধায় পূর্ণ মান দিতে পারেন। (HS Exam Update 2025) এর পাশাপাশি সংসদের পক্ষ থেকে পাঠানো উত্তরপত্র মেনে পূর্ণ নম্বর পাবেন সকল ছাত্র-ছাত্রী।
- যে সমস্ত প্রশ্নের উত্তর ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে লিখবেন কোনভাবে বা কোন কারণ থাকা সত্ত্বেও ১ নম্বরও কাটা হবে না তাদের পরীক্ষার খাতায়।
- এছাড়াও এই বিষয় গুলিতে ‘কেজিং’-এ নম্বর তোলা ও ‘লুজ় শিট’-এ গরমিল বিষয়ে যথেষ্ট পরিমাণে নজরদারি করার নির্দেশ সংসদের।
স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার কথাও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
এই ঘোষণা সোনার পর কিছুতা চিন্তা মুক্ত অভিভাবক ও শিক্ষার্থীরা। এই সঠিক নিয়ম মেনেই সমস্ত খাতা দেখা হবে এই বছর।
গুরত্তপূর্ণ লিঙ্ক
Official Wedsite | Visit Now |