Hooghly Coaching Shipyard Job: শুধুমাত্র ITI পাশ করে থাকলেই পাবে ২৩ হাজার টাকার চাকরি! হুগলী কোচিন শিপইয়ার্ডে নিয়োগ।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
Hooghly Coaching Shipyard Job

Hooghly Coaching Shipyard Job: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হুগলি কোচিন শিপ‌ইয়ার্ডে বিভিন্ন পদে। এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সাথে আইটিআই পাশে। কি কি পদে নিয়োগ থাকছে? বয়স সীমা কি থাকছে? নিয়োগ করা হবে? শিক্ষাগত যোগ্যতা? আবেদন কীভাবে করবে তা সব আলচনা করা হল আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। সম্পূর্ণ পড়ার আনুরধ রইলো।

১) পদের নাম- অপারেটর (ল্যাথে)

শূন্যপদের সংখ্যাএই (Hooghly Coaching Shipyard Job)পদের জন্য শুধুমাত্র একটি শূন্যপদ রয়েছে এবং সেটি জেনারেলদের জন্য।
শিক্ষাগত যোগ্যতাচাকরি প্রার্থীদের SSLC পাশ হতে হবে এবং ITI-NTC সার্টিফিকেট থাকতে হবে মেশিনিস্টের উপর। পাশাপাশি তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাথে মেশিনের ওপর অপারেটর হিসেবে দক্ষতা, হিন্দি ও বাংলাতে ভাষাগত মোটামুটি দক্ষতা থাকতে হবে।

২) পদের নাম- অপারেটর (ক্রেন)

শূন্যপদের সংখ্যাএই (Hooghly Coaching Shipyard Job)পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, এবং সেটি জেনারেলদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতাSSLC পাশ হতে হবে এবং ITI-NTC সার্টিফিকেট থাকতে হবে ফিটার, মেশিনিস্ট,
ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিকের। এ ছাড়া তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে। হিন্দি ও বাংলাতে ভাষাগত দক্ষতা থাকলে ভালো।

৩)  পদের নাম- ওয়েলডার (ক্রেন)

শূন্যপদের সংখ্যাএই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, সেটি জেনারেলদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা SSLC পাশ হতে হবে এবং ITI-NTC সার্টিফিকেট থাকতে হবে ওয়েলডারের উপর। এ ছাড়া তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি ও বাংলাতে ভাষাগত দক্ষতা থাকলে ভালো।

৪) পদের নাম- অপারেটর (MHE & Transporter)

শূন্যপদের সংখ্যা এই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, সেটি জেনারেলদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতাSSLC পাশ হতে হবে এবং ITI-NTC সার্টিফিকেট থাকতে হবে যে কোন‌‌ও ট্রেডের ওপর। এ ছাড়া তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে MHE এর ওপর, এর পাশাপাশি হিন্দি ও বাংলাতে ভাষাগত দক্ষতা থাকলে ভালো।

৫) পদের নাম- ডিজেল মেকানিক

শূন্যপদের সংখ্যাএই পদের জন্য একটি শূন্য পদ রয়েছে, সেটি ও বি সিদের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা SSLC পাশ হতে হবে এবং ITI-NTC সার্টিফিকেট থাকতে হবে মেকানিক ডিজেলের ওপর। এ ছাড়া এই বিষয় সম্পর্কিত তিন বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি হিন্দি ও বাংলাতে ভাষাগত দক্ষতা থাকলে ভালো।


গুরুত্বপূর্ণ তারিখ

এই সকল পদের জন্য আবেদনের শেষ তারিখ হলো ২৪/০৩/২০২৫।

Read More: প্রতি মাসে ১১ হাজার টাকা। বীরভূমে মিড ডে মিল প্রকল্প শুরু হতে চলেছে। জানুন বিস্তারিত।


মাসিক বেতন

এই (Hooghly Coaching Shipyard Job)পদের জন্য প্রতি মাসে ২৩ হাজার ৩০০ টাকা করে দেওয়া হবে এবং বাড়তি কাজের জন্য ৫৮৩০ টাকা দেওয়া হবে।


Age Limit Hooghly Coaching Shipyard Job

উপরে উল্লেখিত পদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে আর এই বয়সের সীমাটি নির্ধারিত হবে ২৪ শে মার্চ ২০২৫ অনুযায়ী। তবে ওবিসি দের জন্য ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।

Read more: কলকাতা পোর্টে শুরু হয়েছে কর্মী নিয়োগ! মাসিক বেতন ৩৫ হাজার টাকা। জানো আবেদন পদ্ধতি।


নিয়োগ পদ্ধতি

প্রথম একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে ৩০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে তারপর দ্বিতীয় পর্যায়ে ৭০ নাম্বারের উপর একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে। এরপর র‍্যাঙ্ক অনুযায়ী বেছে নেওয়া হবে।


How To Apply For Hooghly Coaching Shipyard Job

এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে ৪.৩.২০২৫-২৪.৩.২০২৫ এর মধ্যে। www.cochinshipyard.in– এ গিয়ে ক্যারিয়ার পেজ অপশন খুলে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে।


আবেদন মূল্য

আবেদন ফি হলো ৩০০ টাকা।


গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteDownload PDF
Our Official WebsiteVisit Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment