Engineering Jobs: ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে সরকার দিচ্ছেন দারুন সুযোগ। তাছাড়াও এখানে আপনি শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে যুক্ত হতে পারবেন। মোট ৪৮ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব চাকরিপ্রার্থীরা ইঞ্জিনিয়ারিং বিষয়ের সঙ্গে যুক্ত বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে নিয়ে পড়াশোনা করেছেন তারাই এখানে আবেদন জানাতে পারবেন।
EPIL বা সরকারি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড -এর পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে চাকরি প্রার্থীরা যেমন উচ্চমানের বেতন পাবেন তার সঙ্গে সঙ্গে সরকারের নানা সুযোগ সুবিধাও পাবেন। তাই যেসব চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে চান তারা কিভাবে আবেদন জানাবেন, নিয়োগ পদ্ধতি, মোট শূন্যপদ, মাসিক বেতন,
এখানে কটি পদ আছে অর্থাৎ পদের নাম সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
কেন্দ্রীয় সরকারের ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কর্মী নিয়োগ
সম্প্রতি EPIL এর পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুযায়ী, মোট চারটা পথ নির্বাচিত করা হয়েছে যেখানে ৪৮ জন তার থেকে নিয়োগ (Engineering Jobs) করা হবে। যেখানে-
- এসিস্ট্যান্ট ম্যানেজার পদ- ২২ জন।
- ম্যানেজার GR II পদ- ১০ জন।
- ম্যানেজার GR I পদ- ১১ জন। এবং
- সিনিয়র ম্যানেজার পদ- ৫ জন।যোগ্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার:- যেসব চাকরির প্রার্থীরা ৫৫ শতাংশ নাম্বারের সঙ্গে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয়ের উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন অথবা CA, CWA বা MBA ডিগ্রি লাভ করেছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরাই শুধুমাত্র এখানে আবেদন জানাতে পারবেন। এই কালে নিযুক্ত হতে গেলে চাকরিপ্রার্থীদের অবশ্যই পূর্ব অভিজ্ঞতা লাগবে এবং ৩২ বছর বয়স পর্যন্তই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
২) ম্যানেজার GR II:- এখানেও ন্যূনতম ৫৫ শতাংশ নাম্বারের সঙ্গে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয়ের উপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। তবে (Engineering Jobs) এখানে ৪ বছরের পূর্ব অভিজ্ঞতা লাগবে চাকরি প্রার্থীদের এবং ৩৫ বছর বয়স পর্যন্তই তারা এখানে আবেদন জানাতে পারবেন।
৩) ম্যানেজার GR I:- B.E, B.Tech বা LLB ডিগ্রি অর্জন করেছেন এমন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। অন্ততপক্ষে ৬ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের সঙ্গে ৩৭বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।
৪) সিনিয়র ম্যানেজার:- B.E, B.Tech বা LLB ডিগ্রি অর্জনকারী চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এখানে আবেদন জানাতে চাকরি প্রার্থীদের ৯ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এবং তার সঙ্গে ৪২ বছর বয়স পর্যন্ত তারছিরা এখানে আবেদন করতে পারবে।
Read More: শুরু হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।
নিয়োগ পদ্ধতি (Engineering Jobs)
এখানে শুধুমাত্রই ইন্টারভিউ এর মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে। EPIL -এর পক্ষ থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, ভুবনেশ্বর এবং গুয়াহাটিতে এই সমস্ত জায়গাগুলিতে ইন্টারভিউ হবে।
মাসিক বেতনের পরিমাণ-
●অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ৪০,০০০/- টাকা।
●ম্যানেজার GR II- ৫০,০০০/- টাকা।
●ম্যানেজার GR I- ৬০,০০০/- টাকা।
●সিনিয়র ম্যানেজার- ৭০,০০০/- টাকা।
How To Apply For Engineering Jobs
এখানে আবেদন জানাতে চাকরি প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমেই আবেদ জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নিচে দেওয়া লিংকটা থাকবে সেটাতে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবার পর সমস্ত নথিপত্রের সঙ্গে আপনাদেরআবেদন পত্রটি পূরণ করতে হবে এবং ০৮/০৪/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্রটি পূরণ করে জমা করে দিতে হবে অর্থাৎ এটি আবেদনের শেষ তারিখ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Website | Download PDF |