Engineering Clerk Recruitment 2025: কলকাতা ইনকর দপ্তরে ইঞ্জিনিয়ার এ কর্মী নিয়োগ! জানোন আবেদন পদ্ধতি।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
Engineering Clerk Recruitment 2025

Engineering Clerk Recruitment 2025: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য আবার একটি দারুন সুখবর, ইতিমধ্যে অনেক কয়েকটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। সম্প্রতি এটাও একটি কেন্দ্র সরকারের চাকরি যেখানে রেল দপ্তরের অধীনে থাকা ইরকন ইন্টারন্যাশনাল দপ্তরে চাকরিপ্রার্থীদের নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যেখানে চাকরিপ্রার্থীরা সরাসরি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খন্ড, ছত্রিশগড় ইত্যাদি ভারতীয় রাজ্যে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এখানে ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন, বয়সসীমা ইত্যাদি জানতে অবশ্যই সম্পন্ন প্রতিবেদনটি পড়তে ভুলবেন না।

পদের নাম ও অন্যান্য বিবরণ

১) S & T ওয়ার্ক ইঞ্জিনিয়ার।

●শূন্যপদের সংখ্যা- (Engineering Clerk Recruitment 2025)এখানে মোট শূন্য পদ ১০ টি।

●শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০% নাম্বারে ডিগ্রি অর্জন করেছেন শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

●পূর্ব অভিজ্ঞতা- ইলেকট্রনিক ইন্টারলকিং বা সমতুল্য কাজের ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবেই তারা (Engineering Clerk Recruitment 2025) এখানে আবেদন জানাতে পারবে।

●বয়স সীমা- এখানে সর্বোচ্চ বয়সসীমা দেওয়া হয়েছে ৩০ বছর।

●মাসিক বেতনের পরিমাণ- এই পদে নিযুক্ত কর্মীরা সব মিলিয়ে অর্থাৎ তার নিজস্ব মাসিক বেতন এবং তার সঙ্গে সরকারের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তারা প্রতি মাসে ৩৬,০০০/- টাকা করে বেতন পাবেন।

●নিয়োগের স্থান- ভারতবর্ষের পশ্চিমবঙ্গ (কলকাতা)/ ছত্রিশগড়/ ঝাড়খন্ড অথবা সিকিম রাজ্য।

২) সিভিল ওয়ার্ক ইঞ্জিনিয়ার। (Engineering Clerk Recruitment 2025)

●শূন্যপদের সংখ্যা- এখানে মোট শূন্য পদের সংখ্যা ৫ টি।

●শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নাম্বারে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রাপ্ত অধিকারীরা এখানে আবেদন জানাতে পারবে।

●পূর্ব অভিজ্ঞতা- সিভিল কনস্ট্রাকশন কাদের অন্তত এক বছরের অভিজ্ঞতা পূর্ণ হতে হবে।

●বয়স সীমা- এখানে সর্বোচ্চ বয়সসীমা দেওয়া হয়েছে ৩০ বছর।

●মাসিক বেতনের পরিমাণ- এই পদে যেসব কর্মীরা নিযুক্ত হবেন তারা প্রতি মাসে ৩৬,০০০/- টাকা করে বেতন পাবেন।

●নিয়োগের স্থান- মহারাষ্ট্র।

Read more: রাজ্যে DM অফিসে কর্মী নিয়োগ! কিভাবে আবেদন জানাবেন?

৩) সিভিল সাইট সুপারভাইজার।

●শূন্যপদের সংখ্যা- এখানে মোট শূন্যপদ ৫ টি।

●শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সাত শতাংশ নাম্বারে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ডিগ্রী অর্জনকারী দেখ তোরাই আবেদন জানাতে পারবেন।

●পূর্ব অভিজ্ঞতা- যে সমস্ত চাকরিপ্রার্থীদের সিভিল কনস্ট্রাকশন কাজের এক বছরের অভিজ্ঞতা থাকবে তারা এখানে আবেদন করতে পারবে।

●বয়স সীমা- এখানে সর্বোচ্চ বয়স সীমা দেয়া হয়েছে ৩০ বছর।

●মাসিক বেতনের- এখানে নিযুক্ত কর্মীরা প্রতিমাসে নিজস্ব সরকারি বেতন এবং তার সঙ্গে সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিয়ে প্রতিমাসে ২৫,০০০/- টাকা বেতন পাবেন।

●নিয়োগের স্থান- মহারাষ্ট্র।

নিয়োগ পদ্ধতি (Engineering Clerk Recruitment 2025)

প্রতিটি আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং প্রতিটি চারটি প্রার্থীদের নিজে নিজে রাজ্যে ওয়াক ইন ইন্টারভিউ এর আয়োজন করা।

ইন্টারভিউ এর স্থান এবং সময়

পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ০৪/০৪/২০২৫ সকাল ১০ টা থেকে IRCON Eastern Regional Office 378, Prantik Pally Dhanmath Kasba Kolkata-700107 -এই ঠিকানায় পৌঁছে যাবেন।

ঝাড়খন্ড রাজ্যে আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের ০৭/০৪/২০২৫ তারিখে IRCON Coal Rail Connectivity Project Office 121/C, Mandir Marg, Ashok Nagar, Ranchi-834002 -এই ঠিকানায় সকাল দশটার মধ্যে পৌঁছে যেতে হবে।

ছত্রিশগড় রাজ্যের(Engineering Clerk Recruitment 2025) জন্য চাকরি প্রার্থীরা অবশ্যই ০৮/০৪/২০২৫ তারিখে সকাল ১০ টার মধ্যে IRCON International Limited Chhattisgarh Rail Project Ist Floor, ARK Building, Opposite Zudio, Near CMD Chowk, Link Road, Bilaspur-495001 -এই ঠিকানায় পৌঁছে যাবেন।

মহারাষ্ট্র রাজ্যের সিভিল ইঞ্জিনিয়ার পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ০২/০৫/২০২৫ তারিখে এবং সিভিল সাইট সুপারভাইজার পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ০৩/০৪/২০২৫ তারিখে IRCON DFCCIL CTP-12 Project Site Office No 002. Palghar (West)-401404 -এই ঠিকানায় সকাল দশটার মধ্যে পৌঁছে যাবেন

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteDownload PDF

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Posts

Leave a Comment