Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

District Recruitment 2025: এবার জেলা স্তরে কর্মী নিয়োগ! মাসিক বেতন ১১,০০০/- টাকা।

By parthab670@gmail.com

Updated On:

Follow Us
District Recruitment 2025

District Recruitment 2025: এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কর্মী নিয়োগ। বিশেষত পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। জেলার কালনা অঞ্চলে PM-POSHAN স্কিমের কার্যক্রম নির্বাহের জন্য মিউনিসিপ্যালিটি লেভেলের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন।

তাই এই বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে আপনারা খুব ন্যূনতম যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। তাই ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স সীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্তটা জান্তে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম

“সরকারি হিসাবরক্ষক” পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

District Recruitment 2025 Age Limit

এখানে চাকরি প্রার্থীরা সর্বচ্চ ৬৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন

এখানে চাকরিপ্রার্থীরা কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে ১১,০০০/- টাকা মাসিক বেতন পাবেন। তবে পরবর্তীতে কর্মীদের বেতন বাড়িয়ে দেওয়া হবে।

Read More: জেলায় আশা কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয় নি। তাই চাকরিপ্রার্থীরা যেকোনো যোগ্যতায় আবেদন জানাতে পারবে।

কিন্তু এখানে আবেদন জানাতে গেলে প্রার্থীদের অবসর প্রাপ্ত কর্মী হতে হবে এবং হিসাব রক্ষ্ক বিষয়ে অন্ততপক্ষে ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন।

নিয়োগ পদ্ধতি

এখানে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু মাত্র একটু ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের (District Recruitment 2025) এই পদে নিযুক্ত করা হবে। আর তাছাড়া এটি একটি চুক্তিভিত্তিক পদ এখানে ১ বছরের চুক্তি তে কর্মী নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর সময় ও তারিখ

২ ই জুন ২০২৫ তারিখে সকাল ১১:০০am এর সময় সকল চাকরি প্রার্থীদের কালনায় অবস্থিত মাইনরিটি মিটিং হল অফিসে পৌঁছে যেতে হবে। এবং অবশ্যই নিচে উল্লেখিত নথিপত্র সঙ্গে রাখতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনপত্র,
  2. জন্মের প্রমাণপত্র,
  3. PPO বা পেনশন ডকুমেন্ট,
  4. শিক্ষাগত যোগ্যতার সকল মার্কশিট, এবং সার্টিফিকেট,
  5. ঠিকানার প্রমাণপত্র,
  6. আধার কার্ড,
  7. অভিজ্ঞতার সার্টিফিকেট,
  8. সরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি।

How To Apply For District Recruitment 2025

এখানে কোন এখানে কোনরকম অনলাইনের মাধ্যমে আবেদন জানানো হবে না। তাই ইচ্ছুক চাকরি-প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রের লিংকটি ডাউনলোড করে একটি এফোর পেজে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে তারপর সেটি সকল নথিপত্র সমেত পূরণ করে ইন্টারভিউ এর দিন নিজের সন্দেহ করে নিয়ে যেতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload Pdf

Related Posts

Leave a Comment