Digha Jagannath Mandir: এই বার দিঘাতেই উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। কবে হবে উদ্বোধন? জানতে পারবেন এই প্রতিবেদনে। পুরীর জগন্নাথ মন্দিরের কথা তো আমরা সবাই জানি। তাছাড়াও কিছুদিন আগে সেখানকার ঘটে যাওয়া ঘটনা তার বিষয়েও আমরা সবাই জানি। কিন্তু এই ঘটনাটিতে অনেকেই বলছেন এবার নাকি হতে চলেছে পৃথিবী ধ্বংস। সেই ব্যাপারেও আজকে আমরা জানবো এই প্রতিবেদনে। তাই এই দুটি বিষয়ে জানতে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত পড়তে হবে।
প্রথম আসা যাক দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে
দীঘা তে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মন্দির। তারই উদ্বোধন হতে চলেছে। (Digha Jagannath Mandir) এই মন্দির তৈরি করা থেকে শুরু করে প্রতিষ্ঠা করা পর্যন্ত তার দায়িত্ব ছিলেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় করে তুলেছিলেন জগন্নাথ মন্দির তারই উদ্বোধন হবে। বাংলার বুকে এবার জগন্নাথ দেবের মন্দির। কমবেশি আমরা অনেকেই পুরীতে গেছি জগন্নাথ দেবকে দর্শন করতে। এবার আমরা সেই দর্শন পেতে পারি আমাদের খুব কাছে দিঘাতে।
Read More: চাকরি হারাদের জন্য দুর্দান্ত সুখবর! চাকরি হারা দের প্রত্যেক মাসে ভাতা দেবেন মুখ্যমন্ত্রী।
দিঘাতেও আমরা খুব যাওয়া আসা করেই থাকি। তবে এবার সেখানে গেলে পাওয়া যাবে জগন্নাথ দেবের দর্শন। দীঘা এতদিন টুরিস্ট স্পট নামে পরিচিত হলেও এবার থেকে একটি তীর্থস্থান নামে পরিচিত হবে। মানুষ এবার সেখানে গেলে খুঁজে পাবেন মনের শান্তি। আর (Digha Jagannath Mandir) এর উদদত্তা অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার কারণেই এবার আমরা এই সুবিধা ভোগ করব।
তবে সবার প্রশ্ন হল কবে হবে এই মন্দির উদ্বোধন?
আগামীকাল অর্থাৎ ৩০শে এপ্রিল হতে চলেছে মন্দির উদ্বোধন। আর অবশ্যই জগন্নাথ দেবের দর্শন পেতে হলে আপনাকে আগামীকাল সেখানে উপস্থিত থাকতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বার্তা জানানো হচ্ছে যে সবাই যেন (Digha Jagannath Mandir) এই সুদর্শন করতে আসে। আপনি যদি আগামীকালের এই দর্শন দেখতে না পান তাহলে আপনি এক বড় দর্শন হারাবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তা অবশ্যই আপনারা কালকে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং সকলেই জগন্নাথ দেবের দর্শন করবেন সেখানে প্রসাদ ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং সকলে যাতে ভালোভাবে পুজো করতে পারে তারও ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী।
এবার আসা যাক পুরীর জগন্নাথ দেবের ঘটনায় (Digha Jagannath Mandir)
আপনারা এর আগের প্রতিবেদনের মাধ্যমে জানতেই পেরেছেন পুরীতে কি ঘটনা ঘটেছিল। এবার সেই ঘটনাটাই ঘটার পর উঠেছে অনেক কথা। বেশিরভাগ লোকে বলছেন এটি একটি অশুভস সূচনা অর্থাৎ পৃথিবী ধ্বংসের সূচনা। সে ক্ষেত্রে জানাতে গেলে একটি বড় তথ্য যারা কিনা ভাগবত বা গীতা পড়েছেন তারা জানতে পারেন এই কলিযুগের বয়স ৪ লক্ষ ৩২ হাজার বছর।
আর সেইখানে দাঁড়িয়ে এখন আমাদের কলি যুগের বয়স ৫ হাজার বছর অর্থাৎ এখনো অনেক লক্ষ বছর বাকি আমাদের কলি যুগ ধ্বংস হতে। এবং কলি যুগের শেষে যার অবতীর্ণ হওয়ার কথা আমাদের পৃথিবীতে অর্থাৎ কল্কি। পুরানে সেটাও লেখা আছে যে সে কোথায় কোন অঞ্চলে কোন শহরে অবতীর্ণ হতে চলেছে সম্পূর্ণটা। আমাদের মবঙ্গের এলাহাবাদে অবতীর্ণ হতে চলেছে কল্কি কলির শেষে। তাই যারা বাজে সব মানুষেরা এই সব বিষয় গুলোকে নিয়ে কথা বলে সেসব বিষয়ে কান না দেওয়াই ভালো।