DC vs LSG IPL 2025: মিচেল মার্শের এবং নিকোলেস পুরাণের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দিল্লি ক্যাপিটালকে ২১০ রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস। মিচেল মার্শের এবং নিকোলাস পুরান এর বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে দিল্লি ক্যাপিটালকে ২১০ রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস। একটা সময় মনে হচ্ছি যে ২৩০-র বেশি স্কোর করবে এলএসজি। কিন্তু মার্শ ও পুরান ছাড়া কোনও লখনউ ব্যাটার বড় স্কোর করতে পারেননি। শেষমেষ ডেভিড মিলার ২৭ রানের ইনিংস না খেললে স্কোর ২০০ পার হত না।
DC vs LSG IPL 2025
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন এডেন মার্ক রাম ও মিচেল মার্শ। ওপেনিং জুটিতে ৪৬ রান করে এলএসজি। মার্করাম ১৫ রান করে আউট হন। কিন্তু তারপর রীতিমত তাণ্ডব চালান মিচেল মার্শ ও নিকোলাস পুরান। দিল্লি বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুই দুর্ধর্ষ ব্যাটসম্যান। ৮৭ রান জুটিতে যোগ করেন দুজনে। ৩৬ বলে ৭২ রান করে আউট হন মার্শ।
পার্টনারশিপ ভাঙতেই ম্যাচে ফেরে দিল্লি ক্যাপিটালস। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে (DC vs LSG IPL 2025) এলএসজি ব্যাটসম্যানরা। নিকোলাস পুরান আউট হন ৩০ বলে ৭৫ রান করে। এরপর ঋষভ পন্থ, আয়ূষ বাদোনি, শার্দুল ঠাকুররা কেউ বড় রান পাননি। ডেভিড মিলার ১৯ বলে ২৭ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৯ রান করে এলএসজি ঝুলিতে। দিল্লি ক্যাপিটালের জিততে হলে ২১০ রান করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Website | Visit now |