CSIR- NML Recruitment 2025: এনএমএল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ! ১৪টি বিজ্ঞানী পদের জন্য প্রকাশ হয়েছে।আবারো প্রকাশ চাকরির বিজ্ঞপ্তি। এবার ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি ১৪টি বিজ্ঞানী পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এখানে আবেদন করলে প্রার্থীদের মাসিক বেতন হতে অনেক টাকা। এবং এখানে প্রায় ১৪ টি শূন্য পদ রয়েছে।
তো যেসব প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম ইত্যাদি বিষয়ে সমস্ত টা জানতে আজকের প্রতিবেদন টি সম্পুর্ণ পড়ুন।
নিয়োগ কারী সংস্থার নাম
জাতীয় ধাতুবিদ্যা পরীক্ষাগার।
পদের নাম
(Indian Army Recruitment) বিজ্ঞানী পদে কর্মীদের নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা
এখানে মোট ১৪ টি শূন্য পদ আছে।
মাসিক বেতন
এখানে (CSIR- NML Recruitment 2025) কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে মাসিক বেতন দেওয়া হবে ১,২২,৬২৯/- টাকা।
Read More: পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো চাকরি সুযোগ! জানুন বিস্তারিত।
বয়স সীমা
এখান সর্বচ্চ ৩২ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবে। অর্থাৎ ৩২ বছরের উর্ধে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবে না।
বয়স সীমা (CSIR- NML Recruitment 2025)
এখান সর্বচ্চ ৩২ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবে। অর্থাৎ ৩২ বছরের উর্ধে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবে না।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন জানাতে ভূতত্ত্ব/ ফলিত ভূতত্ত্ব বা সমমানের ক্ষেত্রে এম.ই./এম.টেক. অথবা ভূতত্ত্ব/ ফলিত ভূতত্ত্ব বা সমমানের ক্ষেত্রে পিএইচডি প্রয়োজন সমস্ত চাকরি প্রার্থীদের।
বয়সে ছাড় পাবে
OBC (NCL) প্রার্থী | ০৩ বছর |
SC/ST প্রার্থী | ০৫ বছর |
PWD (সাধারণ) প্রার্থী | ১০ বছর |
PWD (OBC) প্রার্থী | ১৩ বছর |
PWD (SC/ST) প্রার্থী | ১৫ বছর। |
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর সেই পরীক্ষায় পাস করলে একটি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি
এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা/প্রাক্তন সৈনিক প্রার্থী:- বিনামূল্য।
অন্যান্য সকল প্রার্থী:- ৫০০/- টাকা।
প্রদানের পদ্ধতি:- অনলাইন।
How To Apply For CSIR- NML Recruitment 2025
এখানে সম্পুর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবে চাকরি প্রার্থীরা। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা 08 এপ্রিল 2025 থেকে 8 মে 2025 পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট ntpc.co.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Apply Link | Apply Now |