Computer Operator Recruitment 2025: এবার মাধ্যমিক পাশে IRCTC দপ্তরে কম্পিউটার অপারেটর নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।

By parthab670@gmail.com

Published On:

Follow Us
Computer Operator Recruitment 2025

Computer Operator Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ হলো। সরকারের অ্যাপ্রেন্টিস আইন অনুসারে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে বিপুল পরিমাণে প্রশিক্ষণের জন্য এপরেন্ট হিসেবে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এখানে উল্লেখিত পদে প্রশিক্ষণে ইচ্ছুক প্রার্থীরা হাওড়া, পাটনা, গয়া, আসানসোল সহ একাধিক রেল স্টেশনে প্রশিক্ষণের জন্য নিযুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন।

যারা এই কাজে ১ বছরের প্রশিক্ষন নিয়েছেন তারা তেমনই ১৯৬১ সালের ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ বৃত্তি পেতে সক্ষম হবেন। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা খুব শিঘ্রই আবেদন সম্পূর্ণ করুন। এবং যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন জানাবেন, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, মোট শূন্য পদের সংখ্যা ইত্যাদি সম্পুর্ণ টা জানতে প্রতিবেদন টি পড়ুন।

পদের নাম

যে পদের নাম হলো কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং এসিস্ট্যান্ট (ট্রেড অ্যাপ্রেন্টিস)।

নিয়োগ কারী স্টেশনের নাম

পূর্ব রেলওয়ের অন্তর্গত বিভিন্ন স্টেশন যেমন-

  1. হাওড়া।
  2. পাটনা,
  3. আসানসোল,
  4. টাটানগর,
  5. গুয়াহাটি,
  6. মালদা
  7. টাউন,
  8. নিউ জলপাইগুড়ি,
  9. গয়া,
  10. রাঁচি,
  11. খড়গপুর,
  12. বালেশ্বর,
  13. কলকাতা,
  14. ধানবাদ,
  15. রামপুরহাট,
  16. হাজিপুর,
  17. সমস্তিপুর এবং
  18. দীন দয়াল উপাধ্যায় জংশনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিযুক্ত করা হবে।

বয়স সীমা

২৮/০২/২০২৫ তারিখ অনুযায়ী সর্বনিন্ম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত প্রার্থীরা (Computer Operator Recruitment 2025) এই প্রশিক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

চাকরি প্রার্থীরা যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তার সঙ্গে সঙ্গে I.T.I করে থাকে এবং I.T.I এর সার্টিফিকেট থেকে থাকে তারাও এখানে আবেদন জানাতে পারবেন। এর থেকে বেশি জানতে নিচে দেওয়া লিংক গিয়ে বিজ্ঞপ্তি টি ভালো করে পরে নেবেন।

মাসিক বেতন(Computer Operator Recruitment 2025)

মোট ১২ মাসের প্রশিক্ষণের সময়কালের মধ্যে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ৭,৭০০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে।

Read More: মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে! ২০২৫ এ কি জানালো মাধ্যমিক শিক্ষা পর্ষদ?

নিয়োগ পদ্ধতি

এখানে মূলত মাধ্যমিক পরীক্ষার নম্বর এবং I.T.I এর সার্টিফিকেটের উপর ভিত্তি করে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র

চাকরি প্রার্থীদের মূলত মাধ্যমিক এবং ITI এর মার্কশিট ও সার্টিফিকেট, আধার কার্ড, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি, কাস্ট সার্টিফিকেট, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার মার্কশিট এবং সার্টিফিকেট, জন্মের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজন অতি অবশ্যই প্রার্থীরা এই সমস্ত্ জিনিস গুলো আপনারা যথাযথ হিসেবে ব্যবহার করবেন।

How To Apply For Computer Operator Recruitment 2025

প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে https://www.apprenticeshipindia.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অনুসারে সম্পূর্ণ আবেদন পত্র পূরণ করে ২০/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official WebsiteDownload PDF

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment