Bank Recruitment 2025: কেন্দ্রীয় সরকারের আমদানি এবং রপ্তানি বিষয়ক ব্যাংকের পক্ষ থেকে একটি দুর্দান্ত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে আপনারা কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে মাসিক বেতন পেতে পারেন ৪৫,০০০/- টাকা করে। তাই আপনার সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার জন্য অবশ্যই এখানে আবেদন জানাতে পারেন। বিশেষ করে যারা কেন্দ্রীয় সরকারের চাকরি জন্য ইচ্ছুক ছিলেন বা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি বড় সুখবর।
পুরো বিষয়টি জানতে অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মোট শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন পরবর্তীতে বাড়বে কিনা, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখানে আবেদন করতে চাকরিপ্রার্থীদের কি কি যোগ্যতা প্রাপ্ত হতে হবে, সম্পূর্ণটা জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।
পদের নাম
- ম্যানেজমেন্ট ট্রেনি।
- ডেপুটি ম্যানেজার।
- চিফ ম্যানেজার।
এই (Bank Recruitment 2025) তিনটি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
মোট শূন্য পদের সংখ্যা
এখানে মোট ২৮ টি শূন্যপদ থাকছে।
Read More: রাজ্যে নতুন ৪টি ESI হাসপাতাল শুরু হচ্ছে! কোথায় কোথায় শুরু হচ্ছে এই হাসপাতাল।
শিক্ষাগত যোগ্যতা
■ম্যানেজমেন্ট ট্রেনি- বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে যে বিভিন্ন বিষয়ের রক্ষণাবেক্ষণের জন্য (Bank Recruitment 2025) এই পদে মোট 22 জন কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীরা যেকোনো প্রতিষ্ঠান থেকে স্বীকৃত ৬০% করে নাম্বার থাকলেই হবে। সাথে B.E/B.Tech/MCA/M.Sc ডিগ্রী অর্জন করে থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
এছাড়াও লিগাল ম্যানেজমেন্ট ট্রেনি পদে LLB পাস করা চাকরি প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন বলে জানা গেছে ভারতীয় EXIM ব্যাংক এর তরফ থেকে।
■ডেপুটি ম্যানেজার- এখানে চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নাম্বার নিয়ে পাস তার সঙ্গে LLB বা MBA করা থাকলেই হবে। তার সঙ্গে চাকরি প্রার্থীদের এক বছরের সংশ্লিষ্ট পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
■চিফ ম্যানেজার- এখানেও চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নাম্বার নিয়ে পাস তার সঙ্গে LLB বা MBA করা থাকলেই হবে। তার সঙ্গে চাকরি প্রার্থীদের দশ বছরের সংশ্লিষ্ট পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা (Bank Recruitment 2025)
ম্যানেজমেন্ট ট্রেনি পদের জন্য | ২৮ বছর। |
ডেপুটি ম্যানেজার পদের জন্য | ৩০ বছর। |
চিফ ম্যানেজার পদের জন্য | ৪০ বছর। |
মাসিক বেতনের পরিমাণ
যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডেপুটি ম্যানেজার পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন, তারা নিয়োগের প্রথম মাস থেকে ৪৮,৪৮০/- টাকা এবং চিফ ম্যানেজার পদে কর্মী হিসেবে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৮৫,৯২০/- টাকা বেতন পাবেন। যদিও এক্ষেত্রে মূল বেতনের পাশাপাশি নানান সরকারি সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা।
নিয়োগ পদ্ধতি
এখানে সর্বপ্রথম চারটি প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে সেখানে উত্তীর্ণ হওয়ার পরেই তারা ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী হিসেবে নিয়োগ হতে পারবে।
How To Apply For Bank Recruitment 2025
এখানে ইচ্ছুক চারটি প্রার্থীরা ২২/০৩/২০২৫ তারিখ থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন আপনারা অবশ্যই https://ibpsonline.ibps.in/iebjan25/ -এই অফিসার ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর সঠিক তথ্যের সাথে আবেদন পত্র পূরণ করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করে প্রতিপত্র গুলি আপলোড করে সম্পূর্ণ আবেদন পত্রটি জমা করতে হবে।
এবং সবশেষে আবেদনের জন্য নির্ধারিত ৬০০/- টাকা বা SC/ST/PwBD /EWS ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদনমূল্য প্রদান করতে হবে। এটি আপনি ১৫/০৪/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন এই তারিখের পর থেকে আর আপনারা এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ এটিই আবেদনের শেষ তারিখ ।
গুরুত্বপূর্ণ লিংক
Official Website | Download PDF |