AAI Government Recruitment: এয়ারপোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার প্রকাশ করা হলো নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এয়ারপোর্টে চাকরি করতে ইচ্ছুক তারা এই পথে আবেদন জানাতে পারেন। এখানে বেশ অনেকগুলি শূন্য পদে কর্মীদের নিয়োগ। এবং মাসিক বেতন পেতে পারেন না আপনারা ১৫ হাজার টাকা।
দেরি করবেন না শীঘ্রতার সঙ্গে আবেদন জানান এখানে কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, যোগ্যতা, পদের নাম সমস্ত্ টা জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে পারেন
পদের নাম
এপ্রেন্টিস ট্রেনি। পদে কর্মীদের নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা
এখানে (AAI Government Recruitment) মোট ১৩৪ টি শূন্য পদ আছে।
কর্মস্থল
পশ্চিমবঙ্গ রাজ্যের বাগডোগরা, ভুবনেশ্বর, দেওঘর, পাটনা, গয়া, রায়পুর এবং বহরমপুর, কোচবিহারে ইত্যাদি স্থান গুলি তে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য গ্রাজুয়েশন, ডিপ্লোমা ও ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং তার সঙ্গে আই টি আই আর প্রাপ্ত হতে হবে।
মাসিক বেতন
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস দের জন্য মাসিক বেতন | ১৫,০০০/- টাকা। |
আইটিআই অ্যাপ্রেন্টিস দের জন্য মাসিক বেতন | ৯,০০০/- টাকা। |
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস দের জন্য মাসিক বেতন | ১২,০০০/- টাকা |
Read More: সহকারী লোকো পাইলটের ৯৯৭০টি পদের জন্য RRB নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি।
বয়স সীমা (AAI Government Recruitment)
এখানে সর্বচ্চ ২৬ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। তাছাড়া এখানে ৩১শে মার্চ ২০২৫ তারিখ অনুসারে বয়স হিসাব করা হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরিপ্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে গ্রাজুয়েশন এবং ডিপ্লোমা প্রাপ্ত নাম্বার অনুযায়ী একটি তালিকা প্রকাশ করা হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য নিযুক্ত করা হবে।
How To Apply For AAI Government Recruitment
এখানে চাকরি প্রার্থীদের সর্বপ্রথম অ্যাপ্রেন্টিস পোর্টাল গিয়ে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে এবং সেখানে থাকা https://nats.education.gov.in এই ওয়েবসাইটে এবং আইটিআই অ্যাপ্রেন্টিসরা https://www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন।
এরপর ইচ্ছুক প্রার্থীদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এপেন্ডিক্স ট্রেনিং এর জন্য আবেদন জানাতে হবে। ৩১/০৫/২০২৫ তারিখ পর্যন্তই এখানে আবেদন জানানো যাবে তার কারণ এটি আবেদনের শেষ তারিখ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Official Website | Download Now |