Bank Of Baroda Recruitment 2025: যারা ব্যাংকের চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য দুর্দান্ত সুখবর। তারা এইখানে আবেদন জানাতে পারেন। এবার ব্যাংক অফ বরোদা ১টি FLC কাউন্সেলর পদের জন্য নিয়োগের জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। এখানে কর্মী হিসাবে নিয়োগ হলে আপনারা প্রতি মাসে পেতে পারেন ২৩ হাজার টাকা করে।
এবং এখানে শুধুমাত্র একটি শূন্য পদ আছে তাই দেরি করবেন না শীঘ্রতার সঙ্গে আবেদন জানান। তবে কিভাবে আপনারা আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা এই বিষয়ে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে।তাই অবশ্যই প্রতিবেদন টি শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন।
নিয়োগ কারী সংস্থার নাম
ব্যাঙ্ক অফ বরোদা।
পদের নাম
এফএলসি কাউন্সেলর। পদে কর্মীদের নিয়োগ ক্রা হবে
শূন্য পদের সংখ্যা
এখানে (Bank Of Baroda Recruitment 2025) মাত্র ১ টি শূন্য পদ আছে।
কর্মস্থল
খেদা – গুজরাট।
মাসিক বেতন
এখানে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রার্থীরা প্রতিমাসে মাসিক বেতন পাবে ২৩,০০০/- টাকা।
Read More: KMRCL-এ জেনারেল ম্যানেজার (সিভিল) পদে কর্মী নিয়োগ! জেনে নিনি আবেদন পদ্ধতি।
বয়স সীমা (Bank Of Baroda Recruitment 2025)
এখানে চাকরি প্রার্থীরা ৬৪ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন জানাতে পারবে। এর উর্ধে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারবে না।
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য চাকরি প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। কৃষি, পশুচিকিৎসা বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া উচিত।
স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। শিক্ষকতা এবং কম্পিউটার জ্ঞানের উপর দক্ষতা থাকতে হবে। এই সমস্ত দক্ষতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।
নিয়োগ পদ্ধতি
এখানে চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধু একটি ইন্টারভিউ এর উপর ভৃত্তি করে প্রার্থীদের কর্মী হিসাবে নিযুক্ত করা হবে।
How To Apply For Bank Of Baroda Recruitment 2025
এখানে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তারজন্য নিচে লিংক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে এবং তাদের সকল আত্মীয়স্বজনদের নথিপত্র জমা দিতে হবে।
ঠিকানা: আঞ্চলিক ব্যবস্থাপক, ব্যাংক অফ বরোদা, আঞ্চলিক অফিস, খেদা, দ্বিতীয় তলা, দ্য এম্পেরর কমপ্লেক্স, হোটেল ব্লু বেরি এবং কোখরন হনুমানজি মন্দিরের বিপরীতে, উত্তরসান্দা রোড, নাদিয়াদ, জেলা: খেদা, গুজরাট – ৩৮৭০০১
গুরুত্বপূর্ণ লিঙ্ক
Notification Link | Download Now |