Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

SSC New Update: চাকরি হারাদের জন্য দুর্দান্ত সুখবর! চাকরি হারা দের প্রত্যেক মাসে ভাতা দেবেন মুখ্যমন্ত্রী।

By Rahul Roy

Updated On:

Follow Us
SSC New Update

SSC New Update: হঠাৎই মুখ্যমন্ত্রীর ঘোষণা। যেসব প্রার্থীরা চাকরি হারা হয়েছেন তাদেরকে প্রত্যেক মাসে ২৫ হাজার টাকা করে ভাতা দেবেন। এসএসসি দুর্নীতি মামলার রায়ের পর চাকরি করতে পারছেন না বা যারা চাকরি হারিয়েছেন তাদের এই অসহায়তা দেখেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। কিছুদিন আগেই এসএসসি দুর্নীতির মামলার রায় ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের এই রায়এ চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার কর্মী। যার মধ্যে স্কুল শিক্ষক-শিক্ষিকার সঙ্গে ছিল স্কুলের গ্রুপ ডি ও গ্রুপ সি এর কর্মীরা।

এসএসসি বাংলা ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাদ হয় চাকরি হারিয়েছিলেন ২৬ হাজার কর্মী। তাদের এই দুর্দিনে ৫০০ দাঁড়ানোর কথা ভেবে মুখ্যমন্ত্রী ঘোষণা ২৫ হাজার টাকা করে ভাতা দেবেন প্রতিমাসে চাকরিহারা কর্মীদের। এই ২৬ হাজারের মধ্যে অনেকেই আছেন যারা দুর্নীতি ছাড়া চাকরি পেয়েছিলেন। যারা নিজের সততার মাধ্যমে চাকরি পেয়েছিলেন। তাদের এই অসহায়ের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা। রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের এই রায়ের সঙ্গে সম্মতিক ছিলেন না।

SSC New Update

শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিহারা কর্মীরা কেউই সুপ্রিম কোর্টের এই রায়এ সম্মতি জানাননি। তার থেকেও বড় কথা সুপ্রিম কোর্টের এই রায় বাস সুপ্রিম কোর্টের এই বিচার কেউ মানতে পারছেন না। সুপ্রিম কোর্টের থেকে একটু হলেও আলাদা বিচার আশা করেছিলেন চাকরিহারা কর্মীরা। যে কেন তারা কোন দুর্নীতির সুযোগ না নিয়ে চাকরি পেয়েও তাদেরকে চাকরি হারাতে হচ্ছে।

Read More: পশ্চিম বর্ধমান জেলায় ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু হয়েছে কর্মী নিয়োগ! প্রতি মাসে পেতে পারে ১০ হাজার টাকা।

কিছুদিন আগেই এসএসসি মহলের সামনেই বসে এসএসসি মহলের সামনেই বসেছিল ধর্না। যারা চাকরি হারিয়েছেন তাদের শুরু হয়েছিল বিক্ষোভ। সামলাতে পারছিলেন না পুলিশও। তাদের অভিযোগ তাদের চাওয়া কোনটাই ফেলে দেওয়ার মত নয়।

SSC New Update

সে কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই ঘোষণা। আশা করা যাচ্ছে এই ঘোষণার কথা শুনে কিছুটা হলেও স্বস্তি পাবেন চাকরি-হারা কর্মীরা। তাছাড়াও জানা যায় যে সরকারি চাকরিহারা কর্মচারীদের একদল প্রতিনিধি হিসেবে শনিবার মন্ত্রীসভার এক বৈঠকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ঐদিন ফোন কলের মাধ্যমে জানান, রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে পিটিশন দায়ের করা হবে। এই উদ্দেশ্যে আইনি কাগজপত্র তৈরি হচ্ছে।

তাছাড়াও সূত্রের খবর থেকে জানা যায় মুখ্যমন্ত্রী যেসব চাকরি-হারা কর্মীদের মধ্যে গ্রুপ সি ওর ডি এর কর্মীরা আছেন তাদেরও মাসিক ভাতা দেবেন। কিন্তু এখনো তিন তা ঘোষণা করেননি। তবে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটিও ঘোষণা করা জানাবেন তিনি। এবং ঘটনার সঙ্গে সঙ্গে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে wbnews24.com এর দিকে নজর রাখতে হবে।

Leave a Comment