Good News Of the Bengali Year: আগামীকাল পহেলা বৈশাখ অর্থাৎ বাংলার নববর্ষ ঠিক তার পরের বৃস্পতিবার ১৭/০৪/২৫ তারিখ। নববর্ষের প্রথম বৃহস্পতিবার খুব শুভ একটা দিন। বাংলার নতুন বছর শুরু হবে কালকে থেকে। বাঙ্গালীদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এই দিনটি। নববর্ষের পর প্রথম বৃহস্পতিবার যারা খুব অভাব অনটনে ভুগছেন তাদের বদলে যেতে পারে ভাগ্য। কি করলে আপনিও হবেন ধন-সম্পত্তির মালিক? বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়বেন।
নববর্ষের প্রথম বৃহস্পতিবার বা বছরের শুরুর প্রথম বৃহস্পতিবার যদি আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন তাহলে বদলাতে পারে আপনার ভাগ্যও। আগামী বৃহস্পতিবার অর্থাৎ বাংলায় ৩ই বৈশাখ করতে হবে আপনাদের এই কয়েকটি কাজ।
Read More: কলকাতা সহ আরও বেশ কিছু এয়ারপোর্টে শুরু হয়েছে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।
যাদের সংসারে অনেক অভাব। ঝগড়া অশান্তি লেগেই আছে। কিছুতেই সংসারের সুখ আসছেনা তাহলে অবশ্যই আপনারা এই কাজগুলি করুন আগামী বৃহস্পতিবার দিন। শুরু করার চেষ্টা করুন নতুন বছরে নতুন দিন গুলি নতুনভাবে। সমস্ত দুঃখ, অভাব অনটন কেটে যাবে আপনারও।
Good News Of the Bengali Year
নতুন বছরের প্রথম বৃহস্পতিবার দুপুরে করুন ঘরে আলপনা সহকরে মা লক্ষ্মীর পূজা। পূজার শেষে অবশ্যই পড়তে হবে পাঁচালী। এবং তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীকে দান করতে বে কয়েকটি সাদা কই একটি কাঠের লক্ষ্মী পেঁচা, নতুন সিঁদুর, এবং পোস্তের দানা তবে মা লক্ষ্মীর পূজোয় দেওয়ার পর সেই পোস্টের দানা আপনাকে রাখতে হবে আপনাদের রান্নার একটি হলুদ কৌটে।
এবং তারপর অর্থাৎ সন্ধ্যা বেলা আপনাকে জ্বালাতে হবে একটি ঘি এর প্রদীপ এবং আপনার ঘরের সমস্ত আলো আপনাদের জ্বালিয়ে রাখতে হবে। তারসঙ্গে ধুপ ধুনো সঙ্গে ও কোপ্পুর জ্বালিয়ে ছাড়া বাড়িতে দিতে হবে। তার ফলে আপনাদের বাড়ি থেকে অলক্ষী বিদায় নেবে এবং শুভ লক্ষীর আগমন ঘটবে।
Good News Of the Bengali Year
তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে , পুজোর সময় বা বাড়ির আশেপাশে ঐদিন কোন ঘন্টার ধ্বনি না বাজে। কারণ এই ঘন্টার ধ্বনিতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সেখানে তিনি থাকেন না। এবং অবশ্যই আপনার ঘরের সব সময় কিছু মিষ্টি জাতীয় খাবার রাখবেন মা লক্ষ্মীর আসনে। অর্থাৎ এর কারণ হলো মা লক্ষ্মী মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করেন এবং তিনি খুব চঞ্চল হয় (Good News Of the Bengali Year) এই খাবার তাকে বারবার সেই স্থানে ফিরিয়ে নিয়ে আসে।
যারা কয়েক একটি জিনিস খুব মনোযোগ সহকারে পালন করবেন তাদের জীবনের কখনোই অভাব অনটন সাংসারিক ঝামেলা এইসব জিনিসগুলো প্রবেশ করবে না।