Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Chittaranjan Hospital Recruitment: কেন্দ্রীয় সরকারের চাকরি! কলকাতা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে কর্মী নিয়োগ।

By Rahul Roy

Published On:

Follow Us
Chittaranjan Hospital Recruitment

Chittaranjan Hospital Recruitment: কলকাতার রাজ্যের চাকরি প্রার্থীর জন্য আবার খবর খবর আসতে চলেছে। কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ করা হবে কর্মী। প্রক্রিয়া পরিচালনা করবেন কেন্দ্রীয় সরকার। এখানে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রার্থীদের কোন রকম পরীক্ষা দিতে হবে না।

ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়স সীমা, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সমস্তটা জানতে আজকের প্রতিবেদনটি সমস্তটা জানতে প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন।

নিয়োগ কারী সংস্থা

যে সংস্থার থেকে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL)

পদের নাম

এখানে (Chittaranjan Hospital Recruitment) মোট চারটি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

১) সোশ্যাল ওয়ার্কার।

২) PICU টেকনিশিয়ান।

৩) নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ।

৪) জুনিয়র হিন্দি টাইপিস্ট।

শিক্ষাগত যোগ্যতা

Read More: রবিবার হতে পারে বৃষ্টি! জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামী চার দিনের আবহাওয়ার খবর।

১) সোশ্যাল ওয়ার্কার

শিক্ষাগত যোগ্যতাBSW অথবা MSW ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
পূর্ব অভিজ্ঞতাBSW ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের জন্য মোট চার বছরের পূর্ব অভিজ্ঞতা এবং MSW ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের জন্য মোট দু বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন এই পদে কর্মী হিসেবে নিয়োগ হওয়ার পর মাসিক বেতন দেওয়া হবে ২৪,০০০/- টাকা।

২) PICU টেকনিশিয়ান (Chittaranjan Hospital Recruitment)

শিক্ষাগত যোগ্যতাবিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং থিয়েটার টেকনোলজি নিয়ে গ্রাজুয়েশন কিংবা ডিপ্লোমা ডিগ্রী থাকলে তবেই তারা (Chittaranjan Hospital Recruitment) এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
পূর্ব অভিজ্ঞতাএই পদে কাজ করার অন্ততপক্ষে এক বছরের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন।
মাসিক বেতনএই পদে কর্মী যুক্ত হওয়ার পর প্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে  ২৫,০০০/- টাকা।

Read More: সরকারি স্কুলের হোস্টেলে কর্মী নিয়োগ করা হবে! গ্রুপ ডি পদে।

৩) নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ

শিক্ষাগত যোগ্যতাএই (Chittaranjan Hospital Recruitment) পদে আবেদন জানাতে প্রার্থীদের নেটওয়ার্ক মনিটরিং বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে প্রার্থীদের।
পূর্ব অভিজ্ঞতাচাকরিপ্রার্থীদের অন্ততপক্ষে সাত বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতনএখানে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রতি মাসে প্রার্থীদের মাসিক বেতন দেয়া হবে  ৩০,০০০/- টাকা।

৪) জুনিয়র হিন্দি টাইপিস্ট

শিক্ষাগত যোগ্যতাএখানে আবেদন জানাতে প্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস হলেই এই পদে আবেদন জানাতে পারবেন।
অন্যান্য দক্ষতাপ্রতিটি চাকরি প্রার্থীকে হিন্দি ভাষায় প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকলে প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমাএখানে সর্বোচ্চ বয়স সীমা দেওয়া আছে ৩০ বছর অর্থাৎ ৩০ বছরের ঊর্ধ্বে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন না।
মাসিক বেতনএখানে আবেদন জানানোর পর প্রতিমাসে বেতন পাবেন  ২০,০০০/- টাকা।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র একটি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। সেই জন্য ১৬/০৪/২০২৫ তারিখে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ঠিকানায় পৌঁছে যেতে হবে।

ওই দিন চাকরিপ্রার্থীদের একটি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং উত্তীর্ণ প্রার্থীদের নিযুক্ত করা হবে। তবে অবশ্যই প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আধার কার্ড সঙ্গে রাখতে হবে।

How To Apply For Chittaranjan Hospital Recruitment

এখানে সম্পূর্ণ অফলাইনে আবেদন জানাতে হবে। সেই জন্যে প্রার্থীদের প্রথমত এই বিজ্ঞপ্তির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিংক ডাউনলোড করে আবেদন পত্রটি একটি A4 পেজে প্রিন্ট আউট করে নিতে হবে তারপর সেটি হাতে কলমে পূরণ করর সমস্ত নথিপত্র সমেত সঠিক ঠিকানায় জমা করতে হবে।

তাছাড়াও চাকরি প্রার্থীদের “ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড, নয়ডা”-এই নামে একটি ডিমান্ড ড্রাফট চালান অফলাইন মাধ্যমে কাটিয়ে নিতে হবে।

আবেদন মূল্য

১) General/OBC: ২৯৫/- টাকা। এবং

২) SC/ ST/ PwD: NIL

গুরুত্বপূর্ণ লিঙ্ক

Official NoticeDownload Now

Related Posts

1 thought on “Chittaranjan Hospital Recruitment: কেন্দ্রীয় সরকারের চাকরি! কলকাতা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে কর্মী নিয়োগ।”

Leave a Comment